X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিমানবন্দরেই নতুন ছবির চুক্তি স্বাক্ষর!

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৮

কলকাতার নায়িকা সায়ন্তিকাকে নিয়ে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। লোকেশন ছিল কক্সবাজার। ৮ দিনের টানা শুটিং শেষে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) একটি ডোমেস্টিক ফ্লাইটে ঢাকায় ফেরেন দুজনে। বিমান থেকে নেমে সায়ন্তিকার ওঠার কথা কলকাতার ফ্লাইটে।

তার আগেই ঘটলো বিস্ময়কর ঘটনা। বন্দরেই জায়েদ-সায়ন্তিকা জুটি আটকা পড়লেন আরেকটি সিনেমার প্রযোজক-পরিচালক-নাট্যকারের হাতে! কারণ, তাদের জন্য আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুসহ নতুন সিনেমার প্রযোজক-পরিচালকরা।

জায়েদ খান উচ্ছ্বসিত কণ্ঠে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তথ্যটি জানান বাংলা ট্রিবিউনকে। বললেন, ‘এটা আমার ও সায়ন্তিকার সিনেমা জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো। বিমানবন্দরেই চুক্তিবদ্ধ হতে হলো নতুন ছবির জন্য। চুক্তিতে সই করেই শায়ন্তিকাকে কলকাতার ফ্লাইট ধরতে হলো।’  

বিমানবন্দরে চুক্তি স্বাক্ষর জায়েদ জানান, আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবির নাম ‘টাইগার’। সিনেমাটির ধরন অ্যাকশন-থ্রিলার। যার বেশিরভাগ শুটিং হবে ইংল্যান্ডে।

পরিচালক কামরুজ্জামান রোমান বললেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে ক’দিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি করলাম, তাও সেটা বিমানবন্দরের লাউঞ্জে বসে। কারণ, তাকে জরুরি কাজে আজই কলকাতায় যেতে হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করবো। এরপর লন্ডনেও হবে বেশ কিছু অংশের শুটিং।’

গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘টাইগার’। ২০২৪ সালের শুরুর দিকেই সিনেমাটি মুক্তির ইচ্ছে পরিচালকের।

বিমানবন্দরে চুক্তি স্বাক্ষর শেষে টিম ‘টাইগার’ সায়ন্তিকার সঙ্গে কক্সবাজারে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সায়ন্তিকার কাছে আসলে শেখার অনেক কিছু আছে। শুটিং সেটে তার যে ডেডিকেশন, সহশিল্পীর প্রতি তার যে সম্মান, এগুলো আসলে আমাদের মধ্যে খুব কম। সায়ন্তিকাকে দেখেছি কল টাইম সকাল ৭টা হলে ৬টা বাজেই বলছে, আমি রেডি। আমি খুবই হ্যাপি ওর সঙ্গে কাজ করে। প্রথমটির কাজ শেষ না হতেই আমরা আরেকটি কাজে যুক্ত হলাম। আশা করছি আমাদের জুটি দুই বাংলার দর্শক দারুণ পছন্দ করবে।’

সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। কক্সবাজার সৈকতে রোমান্টিক আবহে জায়েদ-সায়ন্তিকা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
আসিফ নজরুল ও ফারুকীকে যে অনুরোধ করলেন জায়েদ খান
আসিফ নজরুল ও ফারুকীকে যে অনুরোধ করলেন জায়েদ খান
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
বিনোদন বিভাগের সর্বশেষ
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং