X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ভেনিসের স্বর্ণসিংহ জিতলো নারীর ক্ষমতায়নের কমেডি

জনি হক
জনি হক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২২আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৩:৪৬

সারসংক্ষেপ

  • ভেনিস উৎসব থেকেই নিয়মিতভাবে অস্কার ফেভারিটদের উত্থান হয়ে থাকে।
  • হলিউডে ধর্মঘটের প্রভাবে হেভিওয়েট তারকাদের ছাড়া জৌলুসহীন ছিল উৎসব।
  • সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন আমেরিকান দুই তারকা।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাসম্পন্ন স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) বাগিয়ে নিলো নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়া ‘পুয়োর থিংস’। শনিবার (৯ সেপ্টেম্বর) ইতালির লিদো শহরে উৎসবের সমাপনীতে ছবিটির পরিচালক ইয়োরগস লানতিমসের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

ঊনিশ শতকে ইউরোপের ভিক্টোরিয়ান যুগের পটভূমিতে পরাবাস্তব কমেডি ছবিটির গল্প আত্মহত্যা করা বেলা ব্যাক্সটারকে কেন্দ্র করে। মস্তিষ্ক প্রতিস্থাপন করে মেয়েকে পুনরুজ্জীবিত করেন বিজ্ঞানী বাবা। প্রাপ্তবয়স্ক হলেও তার সবকিছুই শিশুসুলভ। আত্ম-আবিষ্কারের সঙ্গে ক্রমে স্বাধীন এবং যৌন নিরীক্ষায় উদ্দীপ্ত হয়ে ওঠে সে। এ চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এমা স্টোন। কয়েকটি দৃশ্যে নির্দ্বিধায় অনাবৃত হয়েছেন তিনি। ছবিটি সহ-প্রযোজনা করেছেন ৩৪ বছর বয়সী এই আমেরিকান অভিনেত্রী। তবে হলিউডে ধর্মঘটের কারণে ভেনিসে যাননি তিনি।

‘পুয়োর থিংস’ ছবির দৃশ্যে এমা স্টোন স্বর্ণসিংহ জয়ের সুবাদে ২০২৪ সালে অস্কারে বড়সড় সাফল্য পাওয়ার সম্ভাবনা তৈরি করলো ‘পুয়োর থিংস’। বিশেষ করে অস্কারের সেরা অভিনেত্রী বিভাগে এমা স্টোনের মনোনয়ন নিশ্চিত বলে মনে করছেন সমালোচকেরা।  

ছবিটির সাফল্যের জন্য এমা স্টোনকে কৃতিত্ব দিয়েছেন পরিচালক ইয়োরগস লানতিমস। পুরস্কার হাতে নিয়ে গ্রিসের ৪৯ বছর বয়সী এই নির্মাতা বলেন, ‘বেলা ব্যাক্সটার সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি। এমা স্টোন ছাড়া চরিত্রটির কোনও অস্তিত্ব থাকতো না। ক্যামেরার সামনে ও পেছনে এটি এমা স্টোনেরই ছবি।’

ইয়োর্গোস লানতিমোস এর আগে ‘দ্য ফেভারিট’ দিয়ে ৭৫তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জেতেন। এতে অভিনয় করেন এমা স্টোন। ২০১১ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘আল্পস’ সেরা চিত্রনাট্য পুরস্কার পায়।

স্বর্ণসিংহজয়ী গ্রিসের পরিচালক ইয়োরগস লানতিমস ইয়োর্গোস লানতিমোসের আরেকটি বিখ্যাত ছবি ‘দ্য লবস্টার’ ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে জুরি প্রাইজ জিতেছে। ২০০৯ সালে কানের আঁ সাঁর্তা রিগা বিভাগের সেরা চলচ্চিত্র হয় তার ‘ডগটুথ’। ২০১৭ সালে কানে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পায় এই নির্মাতার ‘দ্য কিলিং অব অ্যা স্যাক্রেড ডিয়ার’।

গত ১ সেপ্টেম্বর ভেনিসে ‘পুয়োর থিংস’ ছবির উদ্বোধনী প্রদর্শনী দেখে টানা আট মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকেরা। ১৯৯২ সালে প্রকাশিত স্কটিশ কথাসাহিত্যিক অ্যালাসডেয়ার গ্রে’র ‘পুয়োর থিংস’ উপন্যাস অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। এতে আরও অভিনয় করেছেন মার্ক রাফেলো, উইলেম ড্যাফো, রামি ইউসেফ, জেরড কারমাইকেল প্রমুখ।

ভেনিস উৎসবকে চলচ্চিত্রকেন্দ্রিক পুরস্কার মৌসুমের সূত্রপাত হিসেবে দেখেন বোদ্ধারা। কারণ এই আয়োজনে নির্বাচিত ছবি বেশিরভাগ ক্ষেত্রে অস্কারে ফেভারিট থাকে। গত ১১ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যারা সেরা পরিচালক হয়েছেন, তাদের সেসব ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ভেনিসেই। এরমধ্যে ২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা পরিচালকের অস্কারজয়ী আমেরিকান নির্মাতা ড্যামিয়েন শ্যাজেল এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তার পরিচালিত ‘ফার্স্ট ম্যান’ ছিল ভেনিস উৎসবের উদ্বোধনী ছবি।

৩৮ বছর বয়সী ড্যামিয়েন শ্যাজেল স্বর্ণসিংহজয়ী ছবির নাম ঘোষণা করেন। তার নেতৃত্বে বিচারক প্যানেলে ছিলেন কান উৎসবে প্রথম নারী নির্মাতা হিসেবে স্বর্ণপামজয়ী নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন, ব্রিটিশ-আইরিশ পরিচালক মার্টিন ম্যাকডোনা, ফিলিস্তিনি অভিনেতা সালেহ বাকরি, ফরাসি পরিচালক-অভিনেত্রী মিয়া হানসেন-লাভ, আর্জেন্টাইন পরিচালক সান্তিয়াগো মিত্রে, ইতালির পরিচালক গ্যাব্রিয়েলে মাইনেত্তি, তাইওয়ানিজ-হংকং অভিনেত্রী শু কি এবং গত বছর ভেনিসে স্বর্ণসিংহজয়ী পরিচালক লরা পয়েট্রাস।

সেরা অভিনেত্রী কেইলি স্পেনি উৎসবের সেরা অভিনয়শিল্পীর পুরস্কার হিসেবে দুটি ভলপি কাপ উঠেছে আমেরিকান তারকাদের হাতে। সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন কেইলি স্পেনি। ‘প্রিসিলা’ বায়োপিকে প্রয়াত সংগীতশিল্পী এলভিস প্রিসলির স্ত্রীর ভূমিকায় তার দারুণ অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। প্রিসিলা প্রিসলির স্মৃতিকথা অবলম্বনে এটি পরিচালনা করেছেন সোফিয়া কপোলা।

হাইস্কুলের দুই সহপাঠীর পুনর্মিলনকে কেন্দ্র করে ‘মেমোরি’ ছবিতে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা হয়েছেন পিটার সার্সগার্ড। তার অভিনয় মন জয় করেছে সমালোচকদের। পুরস্কার গ্রহণ করে তিনি জোর দাবি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তিনি মনে করেন, ধর্মঘটে আন্দোলনকারীরা হেরে গেলে হলিউডের পতন হবে।

সেরা অভিনেতা পিটার সার্সগার্ড হলিউডে অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে স্বাভাবিকভাবেই ব্যাপক প্রভাব পড়েছে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে। উৎসবে হেভিওয়েট তারকাদের দেখা মেলেনি। তাই স্বাভাবিকের চেয়ে জৌলুসহীন ছিল এবারের আসর। অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের দাবি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিষেধাজ্ঞা রেখে চুক্তি নবায়ন করতে হবে।

৮০তম ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় ২৩টি চলচ্চিত্র। এরমধ্যে এশিয়ার একমাত্র ছবি জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘এভিল ডাজ নট একজিস্ট’ গ্র্যান্ড জুরি প্রাইজ (রৌপ্যসিংহ) পেয়েছে।

এবারের মূল প্রতিযোগিতায় জায়গা পান পাঁচ জন নারী পরিচালক। তাদের মধ্যে পোল্যান্ডের আগনিয়েস্কা হলান্ডের ‘গ্রিন বর্ডার’ পেয়েছে স্পেশাল জুরি প্রাইজ। পোলিশ-বেলারুশ সীমান্তে আটকে পড়া অভিবাসীদের হৃদয়বিদারক চিত্র তুলে ধরা হয়েছে এতে।

সেরা পরিচালক ইতালির মাত্তেও গারোনে অভিবাসীকেন্দ্রিক আরেকটি অনবদ্য ছবি ‘মি ক্যাপ্টেন’ বানিয়ে সেরা পরিচালক হয়েছেন ইতালির মাত্তেও গারোনে। এর গল্প লিবিয়ার বন্দিশিবির থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার আশায় থাকা সেনেগালের দুই কিশোরকে কেন্দ্র করে। এতে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা নবীন অভিনয়শিল্পীর পুরস্কার মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড জিতেছেন সেনেগালিজ তরুণ সেদু সার।

সেরা নবীন অভিনয়শিল্পী সেনেগালিজ তরুণ সেদু সার চিলির স্বৈরশাসক জেনারেল আওগুস্তো পিনোচেতকে কেন্দ্র করে বিদ্রুপাত্মক ছবি ‘এল কন্দে’র জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন চিলির পাবলো লারাইন ও গিয়ের্মো কালদেরন।

এবারের আসরে আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পেয়েছেন ইতালির নারী পরিচালক লিলিয়ানা কাভানি এবং হংকংয়ের অভিনেতা টনি লিয়াং।

ইতালির ভেনিস লিদোতে বিশ্বের প্রাচীনতম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮০তম আসর শুরু হয় গত ৩০ আগস্ট। গতকাল ১১ দিনের এই আয়োজনের পর্দা নেমেছে। উৎসবের মূলকেন্দ্র পালাৎসো দেল সিনেমায় উদ্বোধনী ও সমাপনী আয়োজন সঞ্চালনা করেছেন ইতালিয়ান অভিনেত্রী ক্যাতেরিনা মুরিনো। জেমস বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়েল’ তার বিখ্যাত সিনেমা। 

উৎসবের সমাপনী ছবি ছিল নেটফ্লিক্সের ‘সোসাইটি অব দ্য স্নো’। এর গল্পে দেখা যাবে, ১৯৭২ সালের ১৩ অক্টোবর আন্দিজ পর্বতমালায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১৬ যাত্রী ৭২ দিন দুর্গম পাহাড়ের খাঁজে আটকে ছিলেন। খাবার ও পানি না থাকায় তারা বাধ্য হয়ে মৃত সহযাত্রীদের মাংস আগুনে পুড়িয়ে খেয়েছেন। সেই ঘটনা পৃথিবী নাড়িয়ে দিয়েছিলো। স্প্যানিশ ভাষার ছবিটি পরিচালনা করেছেন হুয়ান আন্তোনিও গার্সিয়া বায়োনা। লালগালিচায় হাঙ্গেরিয়ান মডেল বারবারা পালভিন

/এমএম/
সম্পর্কিত
নেটফ্লিক্সের এমিলিকে প্যারিসে ফেরাতে মরিয়া ইমানুয়েল ম্যাক্রোঁ!
নেটফ্লিক্সের এমিলিকে প্যারিসে ফেরাতে মরিয়া ইমানুয়েল ম্যাক্রোঁ!
খরা কাটিয়ে ভেনিস পূর্ণ হচ্ছে তারায় তারায়
খরা কাটিয়ে ভেনিস পূর্ণ হচ্ছে তারায় তারায়
ভেনিস উৎসবে স্বর্ণসিংহের দৌড়ে প্রথমবার সিঙ্গাপুর
ভেনিস উৎসবে স্বর্ণসিংহের দৌড়ে প্রথমবার সিঙ্গাপুর
থমথমে ঢালিউডে দম দিতে এলো ‘ভাইরাল বেবি’!
থমথমে ঢালিউডে দম দিতে এলো ‘ভাইরাল বেবি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা