X
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

শাহরুখকে দীপিকার প্রকাশ্যে চুমু, কী বললেন স্বামী রণবীর

বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৫

‘জাওয়ান’-এর সাকসেস পার্টি হয় ১৫ সেপ্টেম্বর। সেখানে হাজির হয়েছিলেন শাহরুখ খান। ছিলেন দীপিকা পাড়ুকোনও। অনুষ্ঠানে শাহরুখকে ডানে-বামে না তাকিয়ে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন রণবীর সিংয়ের স্ত্রী!

ইতোমধ্যে শাহরুখ-দীপিকার ওই চুমু-ছবি অন্তর্জালে ভাইরাল। অনেকেই এটা নিয়ে রণবীর সিংয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। কেউ কেউ লিখেছিলেন, ‘রণবীরের নিশ্চয় খুব হিংসে হচ্ছে!’ কিং খানকে বউয়ের চুমু খাওয়ার বিষয়টি নজর এড়ায়নি রণবীর সিংয়েরও। প্রকাশ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর। 

‘জাওয়ান’-এর ‘ছলেয়া’ গানের লাইন ধার করেই প্রতিক্রিয়া জানিয়েছেন দীপিকার স্বামী। রণবীর লেখেন, ‘ইশক মে দিল বানা হ্যায়, ইশক মে দিল ফানা হ্যায়’। সাকসেস পার্টিতে শাহরুখের পাশাপাশি সাদা শিফন শাড়িতে নজর কেড়েছিলেন দীপিকাও। আর সে কারণেই হয়তো রণবীরও দীপিকার প্রতি প্রেম জাহির করলেন এভাবে…।

প্রায় সবাই জানেন, শাহরুখ ও দীপিকার বন্ধুত্বটা বেশ মজবুত। ক্যারিয়ারের শুরু থেকে দীপিকার সঙ্গে ছায়া হয়ে আছেন শাহরুখ। সম্প্রতি তাদের এই বন্ধুত্ব এবং সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীপিকাও।

শাহরুখকে দীপিকার প্রকাশ্যে চুমু, কী বললেন স্বামী রণবীর ‘দ্য উইক’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তারা একে অন্যের লাকি চার্ম। একে অন্যের প্রতি তাদের অধিকারবোধ আছে ভীষণ রকম। তিনি আরও জানান, শাহরুখ যে কয়েকজনের সামনে অত্যন্ত দুর্বল, তিনি তাদের একজন। তারা যেমন একে অন্যকে অত্যন্ত বিশ্বাস করেন, তেমন শ্রদ্ধাও করেন। আর তার সঙ্গে ভাগ্যটা যেন তাদের সম্পর্কের ক্ষেত্রে ‘চেরি অন দ্য টপ’।

প্রসঙ্গত, শাহরুখ খানকে ‘জাওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে। একদিকে কিং খান ভারতীয় সেনা অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন, আরেক দিকে তারই ছেলে আজাদের চরিত্রেও দেখা যাচ্ছে। এতে দীপিকাকে বিক্রমের স্ত্রী এবং আজাদের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
৩ মিনিটের ‘ডাঙ্কি’ ড্রপ: অ্যাকশনের ভিড়ে আবেগের গল্প (ভিডিও)
৩ মিনিটের ‘ডাঙ্কি’ ড্রপ: অ্যাকশনের ভিড়ে আবেগের গল্প (ভিডিও)
‘ডাঙ্কি’র সঙ্গে লড়াই, ভীত নন ‘সালার’ নির্মাতা
‘ডাঙ্কি’র সঙ্গে লড়াই, ভীত নন ‘সালার’ নির্মাতা
নেটফ্লিক্সেও রেকর্ড গড়লো ‘জাওয়ান’
নেটফ্লিক্সেও রেকর্ড গড়লো ‘জাওয়ান’
শাহরুখের আতিথেয়তায় মুগ্ধ বেকহাম যা বললেন
শাহরুখের আতিথেয়তায় মুগ্ধ বেকহাম যা বললেন
বিনোদন বিভাগের সর্বশেষ
নিশ্চিত করলেন প্রেম, উসকে দিলেন বিয়ে গুঞ্জন!
নিশ্চিত করলেন প্রেম, উসকে দিলেন বিয়ে গুঞ্জন!
ধানমন্ডি ৩২ নম্বরে বিষণ্ন ‘ফসিলস’
ধানমন্ডি ৩২ নম্বরে বিষণ্ন ‘ফসিলস’
হিন্দি সিনেমায় জয়ার অভিষেক: যা বলছে ভারতীয় গণমাধ্যম
হিন্দি সিনেমায় জয়ার অভিষেক: যা বলছে ভারতীয় গণমাধ্যম
চঞ্চলকে নিয়ে রনির ফেরা, দুই দেশের তিন ব্যানারে ‘দম’
চঞ্চলকে নিয়ে রনির ফেরা, দুই দেশের তিন ব্যানারে ‘দম’
সৌদিতে রেড সি উৎসবে পাকিস্তান-ভারতের জয়
সৌদিতে রেড সি উৎসবে পাকিস্তান-ভারতের জয়