X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘জাওয়ান’ প্রদর্শনে কারিগরি ত্রুটির নিয়মিত অভিযোগ: যা বলছে কর্তৃপক্ষ

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫২

দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে চলছে বলিউড সিনেমা ‘জাওয়ান’। লাগাতার হাউজফুল শো। ফলে দুই-তিন দিন আগে থেকে অগ্রিম টিকিট কেটে ছবি দেখতে যাচ্ছে দর্শক। কেউ অফিস থেকে ছুটি নিয়ে, কেউ স্কুল-কলেজ ফাঁকি দিয়ে, আবার কেউ ব্যক্তিগত সময়টা বিসর্জন দিয়ে লাইন ধরছেন হলের সামনে। এমন অবস্থায় যদি প্রদর্শনীই বাতিল হয়ে যায়, তাহলে?

বলার জন্য বলা না, এমনটাই ঘটছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখায়। এবং তা সাম্প্রতিক সময়ে যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া ক্ষুব্ধ দর্শকের স্ট্যাটাস, পোস্ট, ভিডিওতে সয়লাব।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার শো দেখতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে যান রাকিব হাসান (ছদ্মনাম)। ভেবেছিলেন, দুপুর নাগাদ শো শেষ করে পেশাদার কাজে ঢুকবেন। কিন্তু ঘণ্টাখানেক সময় নষ্ট করে ‘জাওয়ান’ না দেখেই ফিরে আসতে হয়েছে তাকে। কারণ- কারিগরি ত্রুটি।

বাংলা ট্রিবিউনকে রাকিব বললেন, ‘আমাদের প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষা করিয়ে তারা জানালো, কারিগরি ত্রুটির কারণে সিনেমা চলবে না। এরপর দর্শকরা ক্ষেপে যায়। অনেকটা সময় সেখানকার সাধারণ কর্মীরা দর্শককে সামলানোর চেষ্টা করে। পরে এক সিনিয়র কর্মকর্তা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। দর্শকদের কেউ পরবর্তী শো দেখার দাবি করে, আবার কেউ টিকিটের টাকা ফেরত চান। আমিও টিকিটের টাকা রিফান্ড নিয়ে ছবি না দেখেই চলে এসেছি। কারণ কাজ ফেলে সারা দিন তো বসে থাকা সম্ভব না।’

এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় ‘জাওয়ান’ দেখতে গিয়ে আরও বাজে পরিস্থিতির শিকার হন দর্শক। সে দিনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে শরীফ আহমেদ (ছদ্মনাম) নামের এক দর্শক জানান, শো শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় স্ক্রিন বন্ধ হয়ে যায়। মিনিট দশেক পর পুনরায় চালু হয় বটে, কিন্তু ছবি আর আগের জায়গায় নেই, অনেকটা এগিয়ে গেছে! কর্তৃপক্ষ তখনও জাগিয়ে তোলে ‘কারিগরি ত্রুটি’ সাইনবোর্ড।

শো বন্ধ হয়ে যাওয়ায় সীমান্ত সম্ভার শাখায় হলের ভেতরে ক্ষুব্ধ দর্শক শরীফ বলেন, ‘একবার কারিগরি ত্রুটি বিষয়টি মানা যায়। কিন্তু যখন এই ত্রুটি সাতবার হয়, তখন কি আসলে মাথা ঠিক রাখা যায়? প্রতিবার ১০-১৫ মিনিট স্ক্রিন বন্ধ থাকলো। আবার চালু হলো বন্ধ হওয়া অংশ থেকে ১০-১৫ মিনিট আগের দৃশ্য দিয়ে। কীভাবে দর্শকদের সময়কে খেয়ে দেয়া যায় সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ। তিন ঘণ্টার সিনেমাটি পাঁচ ঘণ্টায় দেখতে হয়েছিল।’

কারিগরি ত্রুটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে দেশের আধুনিকতম এবং বৃহত্তম মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে বিষয়টা যখন নিত্য ঘটনায় পরিণত হয়, তখন সেখানে প্রশ্নের আঙুলও উঠবে স্বাভাবিক। তাই ইস্যুটি নিয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চায় বাংলা ট্রিবিউন।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, ‘মানুষের ক্ষেত্রেই বিশ্বাস নেই, এটা তো যন্ত্র। কারিগরি ত্রুটি হতেই পারে। বিমানের ফ্লাইট বাতিল হয়, ট্রেনের শিডিউল পেছানো হয়; যত কিছুতে টেকনিক্যাল বিষয় যুক্ত আছে, সবখানেই মাঝেমধ্যে এরকম সমস্যা হয়। আমরাও সেই সমস্যার উর্ধে নই। তবে হ্যাঁ, শো যখন বাতিল হয়, তখন আমরা দর্শকের ইচ্ছে অনুযায়ী টিকিটের টাকা রিফান্ড করি, অথবা কেউ চাইলে পরবর্তী শোতে দেখার ব্যবস্থা করে দেই।’

অতীতেও এরকম সমস্যা বহুবার হয়েছে। তবে সেটা স্থায়ী হয়নি বলে দাবি মেসবাহ উদ্দিন আহমেদের। তার ভাষ্য, ‘সমস্যা দেখা দেওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিয়েছি, সমাধান করেছি। এখনও আমাদের টেকনিক্যাল টিম সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছেন।’

মেসবাহ জানালেন, এটি ‘জাওয়ান’র সার্ভারজনিত কোনও সমস্যা নয়, তাদেরই হলের নিজস্ব কারিগরি ত্রুটি। তবে একটি আশঙ্কাও উত্থাপন করলেন তিনি। সেটা এরকম, “এর আগে বহুবার এমন সমস্যা হয়েছিল। কিন্তু এবারের মতো এরকম মাতামাতি হয়নি। হিন্দি ছবি বলেই কি বেশি কথাবার্তা হচ্ছে? আমি বুঝতে পারছি না।’

মেসবাহ উদ্দিন আহমেদ শুধু তো প্রদর্শনী না, কিছু দিন আগে টিকিট নিয়েও সমস্যা দেখা দিয়েছিল স্টার সিনেপ্লেক্সে। সে প্রসঙ্গে মেসবাহ উদ্দিন আহমেদের ব্যাখ্যা, ‘দেখুন এতো মানুষ একসঙ্গে ওয়েবসাইটে ঢোকে, এটার প্রভাব তো পড়ে। আমরা তো ইচ্ছে করে সমস্যা তৈরি করি না। কারণ এতে আমাদেরই ক্ষতি। আমরা যত দ্রুত সম্ভব সেই সমস্যা সমাধানের চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, ২০০৪ সালে আত্মপ্রকাশের মাধ্যমে দেশের প্রেক্ষাগৃহ বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করে স্টার সিনেপ্লেক্স। আধুনিক প্রযুক্তি সমন্বিত তাদের হলগুলোতে দর্শকের ভিড় বাড়তে থাকে ক্রমশ। সেই সুবাদে এখন ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী মিলিয়ে সিনেপ্লেক্সের শাখা হয়েছে সাতটি।

/কেআই/
সম্পর্কিত
ঈদ থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উত্তরায়
ঈদ থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উত্তরায়
হলিউড-বলিউড ছাপিয়ে ১ নম্বরে ‘তুফান’!
হলিউড-বলিউড ছাপিয়ে ১ নম্বরে ‘তুফান’!
সোনিক সিরিজের তৃতীয় কিস্তি বাংলাদেশে
সোনিক সিরিজের তৃতীয় কিস্তি বাংলাদেশে
একসঙ্গে হলিউডের দুই ছবি
এ সপ্তাহের সিনেমাএকসঙ্গে হলিউডের দুই ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা