X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রেগনেন্সি প্রসঙ্গে খোলাসা করলেন ঋতাভরী

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০

দু’দিন আগে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আচমকা ঘোষণা দেন, তিনি মা হতে চলেছেন। ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের কাছ থেকে আশীর্বাদও চান। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। অনুসারীরা অবাক হয়ে জানতে চায়, বিয়েটা হলো কবে!

হ্যাঁ, ঋতাভরী বিয়ে করেননি। তবে কি আধুনিক যুগের তারকা হিসেবে তিনিও বিয়ে ছাড়াই সন্তান ধারণের সিদ্ধান্ত নিলেন? নাকি মা হওয়ার এই বিষয়ের পুরোটাই ভিত্তিহীন? সব কিছু খোলাসা করলেন অভিনেত্রী। 

ঋতাভরী চক্রবর্তী শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঋতাভরী তার প্রথম ওয়েব সিরিজের পোস্টার উন্মোচন করেন। নাম ‘নন্দিনী’। মূলত এই সিরিজেই তাকে অন্তঃসত্ত্বা রূপে দেখা যাবে। আর সেটার প্রচারেই ব্যতিক্রম পন্থা অবলম্বন করেছেন তিনি।

সিরিজটি নিয়ে অবশ্য খুব বেশি কিছু জানালেন না ঋতা। আনন্দবাজারকে শুধু এটুকু বললেন, ‘চিত্রনাট্য পড়েই চমকে গিয়েছিলাম। থ্রিলার নাকি ভূতের গল্প, সেটাই আমাকে ভাবিয়েছিল। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সে কী করে তার মাকে ফোন করে!’

ঋতাভরী চক্রবর্তী ওটিটি অভিষেক নিয়ে বললেন, “আমি খুবই এক্সাইটেড যে, ‘নন্দিনী’র মতো একটা সিরিজের মাধ্যমে আমার ওটিটি অভিষেক হচ্ছে। এখানে অন্তঃসত্ত্বা চরিত্রে কাজ করাও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি পর্বের সঙ্গে একজন মায়ের গর্ভাবস্থার বিভিন্ন দিকগুলো আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে।’’

সেই পোস্ট সিরিজটি নির্মাণ করেছেন ফলক মীর। জন্ম না হওয়া এক শিশুর রহস্যজনক গল্পে এগিয়েছে এটি। এতে ঋতাভরী ছাড়াও আছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ। আগামী ১৫ অক্টোবর এটি মুক্তি পাবে আড্ডাটাইমস-এ। ঋতাভরী চক্রবর্তী

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য