X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

বুসান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে, থাকছে ‘বাংলাদেশ নাইট’

জনি হক
০৪ অক্টোবর ২০২৩, ১১:০২আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৫

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর শুরু হচ্ছে। বুধবার (৪ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসান সিনেমা সেন্টারের আউটডোর থিয়েটারে এর পর্দা উঠবে। এবারের উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। এগুলো হলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’। এছাড়া এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পেয়েছে রবিউল আলম রবির ‘সুরাইয়া’।

বুসানে তিন কিংবা ততধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ জিসোক। এতে নির্বাচিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। আগামী ৮ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টার সিনেমাথিকে এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ৯ অক্টোবর সকাল ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি ফোরে এবং ১১ অক্টোবর রাত ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে আরও দুইবার ফারুকীর ছবিটি দেখানো হবে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে প্রথমবারের মতো অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।  পরিচালনা ও অভিনয় দুই দায়িত্ব সামলেছেন তিনি। পর্দায় থাকছেন তার বাস্তবের সহধর্মিণী নুসরাত ইমরোজ তিশা। তারা একসঙ্গে মিলে চিত্রনাট্যটি লিখেছেন। তিশার জন্য চিত্রনাট্য লেখার অভিজ্ঞতা এটাই প্রথম। মা হওয়ার পর এই চলচ্চিত্র দিয়েই তিনি অভিনয়ে ফিরেছেন বলা চলে।

জিসোক বিভাগে এবার নির্বাচিত হয়েছে ১০টি চলচ্চিত্র। এরমধ্যে দুটি ছবিকে সেরা পুরস্কার দেওয়া হবে। এটি বুসান উৎসবের প্রয়াত প্রোগ্রাম ডিরেক্টর কিম জিসোক স্মরণে প্রদান করা হয় এই স্বীকৃতি, যিনি এশিয়ান চলচ্চিত্রকে সহায়তার জন্য নিবেদিত ছিলেন।

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। বুসানে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার ও উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ফারুকী-তিশা দম্পতি, চরকির সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার-এর হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারায়েফ আয়াত হোসেন।

বাংলাদেশ নাইট

ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত কোনও সিনেমা বুসানের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে। এজন্য আগামী ৯ অক্টোবর রাত ৮টায় চরকি আয়োজন করেছে বাংলাদেশ নাইট। আশা করা হচ্ছে, অনুষ্ঠানে হাজির থাকবেন এবারের আসরে অংশগ্রহণকারী সব বাংলাদেশি। উৎসবটিতে বাংলাদেশি চলচ্চিত্র অভিনয়শিল্পী-নির্মাতাসহ সব কলাকুশলীর অর্জন উদযাপন করা হবে বুসানের লাভি ডি অ্যাটলান হোটেলের গ্যাটসবি রুফটপ বারে।

নিউ কারেন্টস বিভাগ

বুসান উৎসবের নিউ কারেন্টস বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশি দুই তরুণের প্রথম চলচ্চিত্র। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। তার সহশিল্পীরা হলেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। ছবিটি প্রযোজনা করেছেন পিপলু আর খান।

আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় বুসান সিনেমা সেন্টারের সিনেমা টুতে ‘বলী’র উদ্বোধনী প্রদর্শনী হবে। ৮ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রিতে এবং ৯ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে লটে সিনেমা সেন্টাম সিটি টেনে ছবিটি আবার দেখা যাবে। 

নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত বাংলাদেশের আরেক ছবি ‘আগন্তুক’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ৭ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টারের সিনেমা টু’তে। এছাড়া ৮ অক্টোবর রাত ৮টায় সিজিভি সেন্টাম সিটি থ্রি’তে এবং ১১ অক্টোবর দুপুর ২টায় লটি সিনেমা সেন্টাম সিটি নাইনে ছবিটি দেখানো হবে।  

ছবিটির গল্পে দেখা যাবে প্রত্যন্ত একটি গ্রামে মা কোহিনূর ও অসুস্থ দাদির সঙ্গে থাকে কাজল। মায়ের পোশাক পরে ও লিপস্টিক দিয়ে খেলতে ভালো লাগে তার। একদিন তার বাবা জাভেদ একটি টিয়া পাখি নিয়ে ঘরে ফেরে। ছেলেকে দেখে নিজেই চিনতে পারে না মা। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, নাঈমা তাসনিম, হৃদয় হোসেন, সালমান রহমান রাফসান, রতন দেব ও ইহান রশিদ। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ২০ মিনিট।

বিচারক প্যানেল

কিম জিসোক অ্যাওয়ার্ডের তিন বিচারক হলেন– ফ্রান্সের ভেজ্যুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা বিভাগের নির্বাহী পরিচালক মার্তা তেরোয়ান, জাপানিজ পরিচালক-চিত্রনাট্যকার মিওয়া নিশিকাওয়া এবং দক্ষিণ কোরিয়ান পরিচালক-চিত্রনাট্যকার লি কোয়াং-কুকে।

নিউ কারেন্টস প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এশিয়ার উদীয়মান নির্মাতাদের মোট ১০টি নতুন প্রথম কিংবা দ্বিতীয় চলচ্চিত্র। এরমধ্যে দুটি ছবিকে পুরস্কৃত করা হবে। নিউ কারেন্টস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র সমালোচক, পরিচালক ও চিত্রনাট্যকার জুং সাং-ইল ও হান জুন-হি, ফরাসি সাংবাদিক ও কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস উইকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আভা কায়েন, ইন্দোনেশিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার এডউইন এবং আমেরিকান প্রযোজক ক্রিস্টিনা ও।

এশিয়ান প্রজেক্ট মার্কেট

এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পাওয়া ‘সুরাইয়া’র গল্প আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া মনসুরকে কেন্দ্র করে। তাকে দেশ ছাড়তে হবে। তুরস্কে চাকরি পেতে হলে তাকে দ্রুত তুর্কি ভাষা শিখতে হবে। সে একটি ভাষা কেন্দ্রে ভর্তি হয়। সেখানে সুরাইয়ার সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে তার। কিন্তু কোর্সের মাঝপথে তাদের শিক্ষক বাশার অদৃশ্য হয়ে যায়। তারা জানতে পারে, এতদিন তাদের যে ভাষা শেখানো হয়েছে সেটি তুর্কি নয়! একসময় মনসুরকে একটি প্রতিশ্রুতি দিয়ে দেশ ছেড়ে চলে যায় সুরাইয়া।

‘সুরাইয়া’র গল্প লিখেছেন শিবব্রত বর্মণ। তার সঙ্গে মিলে এটি প্রযোজনা করছেন ফজলে হাসান শিশির। এশিয়ান প্রজেক্ট মার্কেট থেকে আর্থিক সহায়তা পাওয়া, যৌথ প্রযোজনা নিশ্চিত করা, পরিবেশনাসহ আন্তর্জাতিক মুক্তির পথ খোঁজা এবং বিভিন্ন উৎসব সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলাই রবিউল আলম রবির লক্ষ্য। ছবিটির মোট বাজেট ৪ কোটি ৩৫ লাখ টাকা।

এশিয়ান প্রজেক্ট মার্কেটের ২৬তম আসর বসবে এবার। আগামী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে থাকছে এই আয়োজন। একই সময় রয়েছে ১৮তম এশিয়ান কন্টেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট।

(বাঁ থেকে) রবিউল আলম রবি, ফজলে হাসান শিশির ও শিবব্রত বর্মণ উদ্বোধনী আয়োজন

আয়োজকরা জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে উদ্বোধনী অনুষ্ঠান। এটি সঞ্চালনা করবেন ‘প্যারাসাইট’ তারকা সং কাং হো এবং দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী পার্ক ইয়ুন-বিন। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার জাং কুন-জে পরিচালিত ‘বিকজ আই হেট কোরিয়া’। ২০১৬ সালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয় এর চিত্রনাট্য।

৬৯ দেশের ২০৯টি চলচ্চিত্র

এবারের আসরের অফিসিয়াল সিলেকশনে রয়েছে ৬৯টি দেশের ২০৯টি চলচ্চিত্র। উৎসবের বিভাগগুলো হলো– গালা প্রেজেন্টেশন, আইকনস, জিসোক, অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা, নিউ কারেন্টস, কোরিয়ান সিনেমা টুডে, ওয়ার্ল্ড সিনেমা, ফ্ল্যাশ ফরওয়ার্ড, ওয়াইড অ্যাঙ্গেল, ওপেন সিনেমা, মিডনাইট প্যাশন, অন স্ক্রিন, স্পেশাল প্রোগ্রাম ইন ফোকাস এবং স্পেশাল স্ক্রিনিং।

আইকনস বিভাগে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ‘অ্যানাটমি অব অ্যা ফল’সহ বেশ কিছু ছবি দেখানো হবে। এছাড়া আছে ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ জয়ী ‘পুয়োর থিংস’সহ কয়েকটি ছবি। 

অফিসিয়াল সিলেকশনের সঙ্গে আগামী ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত থাকছে কমিউনিটি বিআইএফএফ-এর ৬০টি ছবি। ১০ দিনের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সমাপনী ছবি চীনের নিং হাও পরিচালিত ‘দ্য মুভি এম্পারার’।

‘বিকজ আই হেট কোরিয়া’ ছবির দৃশ্য বর্ষসেরা এশিয়ান চলচ্চিত্রকার পুরস্কার

২৮তম বুসান উৎসবে বর্ষসেরা এশিয়ান চলচ্চিত্রকার পুরস্কার পাচ্ছেন হংকংয়ের চাও ইয়ুন-ফাত। উৎসবে থাকছে তার তিনটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন ‘চাও ইয়ুন ফাত: ট্রু কালারস অব অ্যা হিরো’। এগুলো হলো জন উ পরিচালিত ‘অ্যা বেটার টুমরো’ (১৯৮৬) এবং অ্যাঙ লি পরিচালিত ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ (২০০০) এবং গত জুনে মুক্তিপ্রাপ্ত অ্যান্থনি পুন পরিচালিত ‘ওয়ান মোর চান্স’।

/এমএম/
সম্পর্কিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে তৈরি করা হচ্ছে সাংস্কৃতিক ক্যালেন্ডার: সংস্কৃতি উপদেষ্টা
ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে তৈরি করা হচ্ছে সাংস্কৃতিক ক্যালেন্ডার: সংস্কৃতি উপদেষ্টা
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
এ কোন ‘আলী’!
এ কোন ‘আলী’!
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা