X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মুজিব’রে আর ঠেকায় কে: আরিফিন শুভ

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ১২:৫২আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৪:৩২

দেশের যে কোনও অভিনেতার জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত চরিত্র এটি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই স্বপ্নটি সত্যি হয়ে ধরা দিয়েছেন আরিফিন শুভর ক্যারিয়ারে। রাষ্ট্রীয় আয়োজনে নির্মিত সিনেমায় তিনি বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ নামের সেই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১৩ অক্টোবর।

ছবির ট্রেলার ও গান ইতোমধ্যে প্রকাশ হয়েছে। পাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বঙ্গবন্ধুরূপী শুভর প্রশংসা করছেন তো আবার কারও মনে অসন্তোষ। তবে শুভ নিজে আশ্বস্ত করলেন, ‘সবসময় কাল্পনিক চরিত্রে কাজ করেছি। রক্ত-মাংসের একজন, একটা বস্তব সত্য ঘটনায় এই প্রথম কাজ করলাম। তাও এমন একটা চরিত্র, যিনি বাঙালির কাছে প্রচণ্ড আবেগের। যারা ওনাকে বেডরুমে দেখেছেন, ডাইনিং টেবিলে দেখেছেন, গভীর রাতে-ভোর রাতে দেখেছেন, তারা এই ছবিটা দেখেছেন। এবং আমাদের সবার কাজে অত্যন্ত খুশি।’

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ (ডানে) মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবির সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়েই কথাগুলো বলেছেন আরিফিন শুভ। নিজের বক্তব্যে সমালোচকদের উদ্দেশে তিনি বললেন, ‘শ্যাম বেনেগাল (মুজিব ছবির নির্মাতা) কে, একটু খোঁজ খবর নেবেন। এই ছবিতে যদিতে যদি আমাকে পাসিং শট দিতে বলতো, কিংবা স্পটবয়ের কাজও করতে বলতো, তাও করতাম। কারণ শ্যাম বেনেগাল স্যারের সিনেমা, আর বঙ্গবন্ধুর বায়োপিক, এমন সিনেমার অংশ হতে পারাই বড় ব্যাপার। আর এই ছবিতে যুক্ত হওয়ার সময় থেকেই আমি জানতাম অনেক কথা হবে, তবে আমার পক্ষে যতটা সম্ভব, যতটা সম্ভব না, সবই করার চেষ্টা করেছি।’

সবশেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আরিফিন শুভ বলেন, ‘আপনারা যদি আমাদের গল্প, মানে আপনাদেরই গল্পটার ঠিকঠাক প্রচারণা করেন, মুজিবরে আর ঠেকায় কে, আর দাবায় রাখা যাবে না।’

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের কিশোর বয়সী চরিত্রে কাজ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটিতে যুক্ত হওয়ার স্মৃতি হাতড়ে তিনি বললেন, “আমাকে যখন অডিশনে ডাকা হয়, আমার বিশ্বাসই হয়নি যে ‘মুজিব’ ছবির জন্য ডাকা হয়েছে। বাবার হাত ধরে অডিশনে গিয়েছিলাম, আমি মোটেও কনফিডেন্ট ছিলাম না। তবে বাবা আশ্বাস দিয়েছিলেন। এরপর যেদিন ফোন পাই, সেদিন বাবাকে জড়িয়ে অনেক কেঁদেছিলাম। আমার সঙ্গে বাবাও একটা চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন, কিন্তু তার সিলেকশন হয়নি। কিন্তু আমার খুশিতেই অনেক বেশি আত্মহারা হয়ে গিয়েছিলেন।”

বক্তব্য রাখছিলেন দীঘি ১৩ অক্টোবর দেশজুড়ে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব’। যা সাম্প্রতিক সময়ে ঢালিউডের যে কোনও ছবির জন্য রেকর্ড। এ প্রসঙ্গে পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেছেন, “আমরা মনে করি না, জোরজবরদস্তি রিলিজ করছি। হল মালিকেরাই আগ্রহী। বিশেষ করে ট্রেলার দেখার পর তারা আগ্রহী হয়ে উঠেছে। তারা বলেছে, বাংলাদেশের ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কান্না আর আবেগ। যে ছবি দেখে দর্শক কাঁদে, সেটা হিট। ‘মুজিব’র ট্রেলার দেখে হল মালিকদের মনে হয়েছে যে, এটা দর্শকের মন ছুঁয়ে যাবে।”

কথার ফাঁকে আরিফিন শুভকে নিয়ে নতুন একটি ছবির ইঙ্গিতও দিয়েছেন জাজ-কর্তা। জানালেন, নির্মাতার সঙ্গে তার আলাপ হয়ে গেছে। ছবিটিকে শুভর ক্যারিয়ারে ‘স্বপ্নের প্রজেক্ট’ বলেও অভিহিত করেন আজিজ।

সংবাদ সম্মেলনে ‘মুজিব’ সিনেমার শিল্পীদের একাংশ উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

/কেআই/
সম্পর্কিত
শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী