X
মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
২১ ফাল্গুন ১৪৩০

ঢাকার ওটিটিতে অঞ্জন দত্তের সিরিজ, অভিনয়ে তমা মির্জা

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৭:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭:৪০

সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয় হলেও অভিনয়-নির্মাণেও দারুণ উজ্জ্বল অঞ্জন দত্ত। কলকাতার নন্দিত এই তারকা এবার ঢাকার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন। যেটার নাম ‘দুই বন্ধু’।

খবরটি নিশ্চিত করেছে বিঞ্জ কর্তৃপক্ষ। এটাকে বলা হচ্ছে মিউজিক্যাল ওয়েব সিরিজ। অর্থাৎ সিরিজটির পরতে পরতে গানের উপস্থিতি এবং সংযোগ থাকবে। এতে অভিনয় করবেন সময়ের আলোচিত অভিনেত্রী তমা মির্জা, সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ অনেকে। এছাড়া নির্মাতা অঞ্জন নিজেও থাকবেন অভিনয়ে।

সিরিজটি নিয়ে অঞ্জন দত্ত বলেন, “এই প্রথম ঢাকার প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করছি। ‘দুই বন্ধু’ সিরিজে অনেকগুলো চমক থাকবে। সেগুলো ক্রমশ প্রকাশ্যে আসবে।”

এই সিরিজের প্রযোজক ও বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান তানিম বলেন, ‘এটা গতানুগতিক ধারার বাইরে মিউজিক্যাল সিরিজ। এই ওয়েব সিরিজে দর্শক অনেক কিছুই দেখতে পাবেন। সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান।’

অঞ্জন ও তমা কিছু দিন আগেই ঢাকায় কনসার্ট করতে এসেছিলেন অঞ্জন দত্ত। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘অঞ্জন দত্ত ইন মেট্রপলিস’ শীর্ষক সেই অনুষ্ঠানের মাঝেই ওয়েব সিরিজটির ঘোষণা দেন তিনি।

সংশ্লিষ্টদের তথ্য মতে, দুই বন্ধুর সংগীত ভাবনাকে কেন্দ্র করে এগোবে সিরিজটির গল্প। যদিও এর মুক্তির তারিখ এখনও জানানো হয়নি, তবে শুটিং-সম্পাদনা শেষে শিগগিরই এটি মুক্তি পাবে।

/কেআই/
সম্পর্কিত
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
এর জন্যই তবে দম নিচ্ছিলেন সিয়াম!
এর জন্যই তবে দম নিচ্ছিলেন সিয়াম!
‘আগে একবার ভোট দিতে গিয়েছি, সামহাউ দেওয়া হয়নি’
তারকা যখন ভোটার‘আগে একবার ভোট দিতে গিয়েছি, সামহাউ দেওয়া হয়নি’
বিনোদন বিভাগের সর্বশেষ
টিপ সরিয়ে পরছেন তারকারা, নেপথ্যে কী
টিপ সরিয়ে পরছেন তারকারা, নেপথ্যে কী
এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক
এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক
কিয়ারার পারিশ্রমিক ১৩ কোটি!
কিয়ারার পারিশ্রমিক ১৩ কোটি!
ফের ‘লাকি পার্টনার’র সঙ্গে ফারিণ!
ফের ‘লাকি পার্টনার’র সঙ্গে ফারিণ!
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান