আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শক দারুণ পছন্দ করেছিলেন। বিশেষকরে প্রথমবার বড় পর্দায় নিশো দেখিয়েছিলেন তার অভিনয়ের কারিশমা। অন্যদিকে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’ খুব একটা ব্যবসাসফল না হলেও সিনেমাবোদ্ধারা এটির প্রশংসা করেছিলেন।
দু’টি সিনেমাই এর আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
ঈদের প্রথম দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে প্রচার হবে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’।
বলা প্রয়োজন, ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন আরফান নিশো, তমা মির্জাসহ অনেকে। অন্যদিকে, ‘পেয়ারার সুবাস’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান ও আহমেদ রুবেল প্রমুখ।
উল্লেখ্য, দু’টি সিনেমাই মুক্তি পায় ২০০৩ সালে।