X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পূজায় এলো নতুন যত গান

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৩:৩০আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৫:২০

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। এই উৎসব ঘিরে হিন্দু সমাজে বিরাজ করে অন্তহীন আনন্দ। আর সেই আনন্দের পালে হাওয়া দিতে প্রতি বছরই প্রকাশ হয় নতুন কিছু গান। ব্যতিক্রম ঘটেনি এবারও। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি গান উন্মুক্ত হয়েছে অন্তর্জালে।

‘আয় রে বসন্ত’

গানটি গেয়েছেন রবীন্দ্রসংগীতের জনপ্রিয় শিল্পী অণিমা রায়। দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরের এই গানে নতুনভাবে সংগীতায়োজন করেছেন প্রত্যূষ বন্দ্যোপাধ্যায়। গানটি নিয়ে অণিমা রায় বলেছেন, ‘এই প্রথম দুর্গাপূজা উপলক্ষে আমার গান এসেছে। গানটি আমার খুব প্রিয়। যদি ভালো লাগে, অনুরোধ থাকবে শেয়ার করবেন। যাতে পূজার উৎসবের আনন্দে সবাই গানটি উপভোগ করতে পারে।’

‘মঙ্গল আলো’

এটি একটি দলীয় গান। কণ্ঠ দিয়েছেন সন্দীপন, সুকন্যা ঘোষ, অবন্তী সিঁথি ও সুমন কল্যাণ। প্রসেনজিৎ ওঝার লেখা এ গানের সুর করেছেন সুমন কল্যাণ। সংগীতায়োজনে শোভন রায়। এটি প্রকাশ হয়েছে প্রোটিউনের ব্যানারে।

‘দেবী এলো’

পিজিত মহাজনের সঙ্গে এই গানটি গেয়েছেন চম্পা বণিক। শেখ নজরুলের লেখা গানটির সুর বেঁধেছেন পিজিত। এটি প্রকাশ হয়েছে এইচএম ভয়েসের ব্যানারে। গানের সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পিজিতের নির্মাণে এর ভিডিওচিত্রে পারফর্ম করেছেন শাকিল ও চ্যানেল আই সেরা নাচিয়ে আনিকা। এছাড়া বিশেষ চরিত্রে রয়েছেন তৃতীয় লিঙ্গের তিথি।

গানটি নিয়ে পিজিত বললেন, ‘মাকে হারিয়েছি প্রায় এক যুগ। পূজা এলেই মায়ের সব স্মৃতি মনে পড়ে যায়। তাই চেষ্টা করি প্রতি দুর্গাপূজায় মাকে স্মরণ করে দেবী দুর্গার জন্য গান করতে। এবারের গানটিতে পূজা উৎসবের আনন্দবাণীর পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করার বার্তা রয়েছে। যেহেতু ভিডিওর কাজটিও আমি করেছি, ফলে অনেক বেশি শ্রম দিতে হয়েছে। তবে এখন সবার প্রশংসা পেয়ে মনে হচ্ছে, পরিশ্রম বিফলে যায়নি।’

‘এলো মা দুর্গা’

দুর্গাপূজার আগমনী গান হিসেবে এটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। এতে কণ্ঠ দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক অরূপরতন চৌধুরী। রেজওয়ান শেখের সংগীতায়োজনের এই গানের ভিডিও বানিয়েছেন এ বাবুল।

‘আশ্বিনে এলো মা’

এটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী পুলক অধিকারী, চম্পা বণিক ও শিলা দেবী। এর সুরও করেছেন পুলক। সংগীতায়োজনে রাজন সাহা। এটি গায়ক পুলকের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ হয়েছে।

/কেআই/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে