X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

কালো মানুষের জন্য সায়ানের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ১৯:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১২:৫৫

বাস্তব জীবনের যে কথামালা কিংবা সত্যগুলো অব্যক্ত থেকে যায়, সেগুলোই সুর-ছন্দে সাজিয়ে গানে রূপ দেন ফারজানা ওয়াহিদ সায়ান। এটাই তার শক্তি, বৈশিষ্ট্য। দেশ, মাটি থেকে মানুষ, মানবতা, প্রেম, বিরহ সবই উঠে আসে তার কথা-সুরে-কণ্ঠে। এবার তিনি সুরেলা কণ্ঠে করলেন কালো মানুষের বন্দনা।

হ্যাঁ, সেই কালো মানুষ, যারা নানা পদে, ক্ষেত্রে অবহেলা আর বঞ্চনার শিকার হন। কিন্তু তারাও যে অন্যদের মতো রক্ত-মাংসের মানুষ, সেই বার্তাই দিলেন সায়ান। গানের শিরোনাম ‘কালো মানুষ’। নিজের কথা-সুরে এটি সায়ান গেয়েছেন। সংগীতায়োজনে শুভ সুলতান।

এই গানে এসেছে মার্কিন কৃষ্ণাঙ্গ গায়িকা নিনা সিমনের কথা, রাখা হয়েছে মার্কিন পুলিশের হাতে প্রাণ হারানো কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ছবি। বৈষম্যের অবসান চেয়ে সুরে সুরে সায়ান বলেছেন, ‘কালো মানুষ, কত ব্যথা নিলে মাটির ধরার পরে/ কালো মানুষ, মানুষের যেন চোখের পর্দা সরে’।

সায়ানের গানে  জর্জ ফ্লয়েড (বামে) সায়ানের গান নিয়ে আলাদা করে তার মন্তব্যের প্রয়োজন পড়ে না। কারণ তার যা বক্তব্য, সেটা গানেই সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। তবু ‘কালো মানুষ’ নিয়ে গুণী এই শিল্পী বললেন, ‘বর্ণবাদের বীজ আমাদের ভেতরে এখনও আছে। সন্তানের গায়ের রঙ কাঙ্ক্ষিত মাত্রায় উজ্জ্বল না হলে আমরা যখন দীর্ঘশ্বাস গোপন করি, তার বীজ তখনও আমাদের মধ্যে লালিত হতে থাকে। এর মধ্যে দিয়ে কী করে আমরা কোনও একজন মানুষকে তার প্রাপ্য পূর্ণ মর্যাদা দিতে ব্যর্থ হই, তা আমরা সব সময় বুঝে উঠতেও পারি না। এই গান সেই সমস্ত ভাবনাকে ঘিরে। নানান রকম অন্ধকার কুসংস্কার চর্চার মধ্যে দিয়েই আমাদের সভ্য হবার যাত্রা একটু একটু করে এগিয়ে যায়। তার মধ্যেই আমি এবং আমরা আরেকটু মানুষ হয়ে উঠি। সেই চলমান যাত্রাতেই কোথাও আমার অনুভূতির প্রকাশ এই গান।’

বলা প্রয়োজন, ২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তির মাথায় হাঁটু দিয়ে প্রায় ২০ মিনিট চেপে ধরে রাখে শ্বেতাঙ্গ মার্কিন পুলিশ সদস্য ডেরেক শোভিন। এ কারণে ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনাটি আঘাত করে সায়ানের মনেও। তখনই এই ‘কালো মানুষ’ গানটি বেঁধেছিলেন তিনি। এবার তা পূর্ণাঙ্গ আয়োজনে প্রকাশ করলেন। 

গানের লিংক:

 

/কেআই/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা