X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গানে গানে কন্যার জন্য তিশার চিঠি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ১৫:১৫আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৩:১৫

সিনেমা পাড়ায় কম-বেশি সবার জানা, প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের নির্মাণে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবিতে স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গেই পর্দা ভাগ করে নিয়েছেন তিনি। তবে শুধু তারা নন, এই ছবিতে আছেন তাদের একমাত্র কন্যা ইলহামও।

এবার সেই খুদে শিল্পীকেই পাওয়া গেলো ছবির একটি গানে। যেটার শিরোনাম ‘জোছনার ফুল’। বুধবার (৮ নভেম্বর) গানটি প্রকাশ হয়েছে অন্তর্জালে। এই গানটিকে বলা হচ্ছে সন্তানের প্রতি মায়ের চিঠি। পর্দায় যেটাকে উপস্থাপন করেছেন তিশা ও ইলহাম।

গানটি নিয়ে তিশার মন্তব্য এরকম, ‘এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যার জন্যই তার মায়ের চিঠি।’

ফারুকী-তিশা ও তাদের কন্যা অন্যদিকে গানটি শুনে এবং স্ত্রী-কন্যাকে পর্দায় দেখে আপ্লুত নির্মাতা ফারুকী। তিনি বললেন, ‘জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারবো কিনা। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনও প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।’

‘মেঘ থেকে কালি নিয়ে লিখছি তোকে/ প্রশ্নের পাহাড়ে দাঁড়িয়ে থেকে/ অকারণ দাপটে উত্তর চুপ/ কত চাপা হাহাকার কত বিদ্রূপ/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন ও গেয়েছেন ‘চিরকুট’ ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি। যৌথভাবে সুর করেছেন সুমি ও পাভেল আরিন। সংগীতায়োজনে পাভেল আরিন।

গায়িকা শারমিন সুলতানা সুমি উল্লেখ্য, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নির্মিত হয়েছে চরকির বিশেষ আয়োজন ‘মিনিস্ট্রি অব লাভ’র অংশ হিসেবে। এতে ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি সিনেমা বানাচ্ছেন। পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছেন ফারুকী। আর তিনি নিজেও দুটি সিনেমা বানিয়েছেন। একটি এই ‘অটোবায়োগ্রাফি’, অন্যটির নাম ‘মনোগামী’।

‘জোছনার ফুল’ গানের লিংক:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
বিনোদন বিভাগের সর্বশেষ
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!