X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নিশোর প্রশ্ন: নারীকেন্দ্রিক গল্প দর্শক লুফে নেয় না কেন

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৪:৩৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:০২

এই তো গেলো কোরবানির ঈদেই বড় পর্দায় অভিষেক হলো অভিনেতা আফরান নিশোর। ‘সুড়ঙ্গ’ নামের ওই ছবির গল্প এগিয়েছে মাসুদ চরিত্রকে কেন্দ্র করে। তার প্রেম, সংসার আর সবশেষে ভয়ানক প্রতিশোধের আখ্যান জিতে নিয়েছে দর্শকের মন। ফলে বাণিজ্যিকভাবেও দারুণ সাফল্য পেয়েছে ছবিটি।

শুধু এই ছবি না, নাটক কিংবা ওটিটির কাজেও একই চিত্র দেখা যায়। পুরুষকেন্দ্রিক গল্পই দর্শকপ্রিয়তা পায়। আর এ বিষয়েই প্রশ্ন তুলেছেন আফরান নিশো। কৌতূহল নিয়ে জানতে চেয়েছেন, ‘আমাদের সমাজে নারীকেন্দ্রিক গল্পগুলো কেন জানি দর্শকনন্দিত হতে চায় না বা হয় না। এটা আমরা পুরুষদের কারণে কিনা, জানি না। কিন্তু আমি সবসময় এটা অনুভব করি, মেহজাবীনের সঙ্গে কাজের সময়ও, কেন একটি নারীকেন্দ্রিক গল্প দর্শক লুফে নেয় না। পুরুষরা যখন কেন্দ্রীয় চরিত্রে কাজ করে, তখনই কেন সেটা সমাদৃত হয়। ওটিটির ক্ষেত্রেও এরকম দেখা যায়। এ কারণে নির্মাতারাও চান পুরুষ শিল্পীদের নিয়ে কাজ করতে।’  

বুধবার (১৫ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনে নতুন প্রজেক্ট ‘নীল জলের কাব্য’ প্রসঙ্গে কথা বলতে এসেই এমন মন্তব্য করেছেন আফরান নিশো। এটি শিহাব শাহীন নির্মিত একটি ওয়েব ফিল্ম। যেটা ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে আইস্ক্রিনে।

এই কাজটি নিয়ে নিশোর বক্তব্য, ‘গল্পটা কিছুই না। এটা নিয়ে বলার কিছু নেই। খুব সাধারণ গল্প। কিন্তু আমরা সবসময় তাল নিয়ে কাজ করি, তিল নিয়ে ভাবি না। আমাদের ভেতরের ছোট ছোট অনুভূতি নিয়ে কাজ করি না। মানুষের ভেতরে ছোট্ট একটি ইচ্ছা ক্রমান্বয়ে লালিত হয়, সেটা পূরণ করতে কতটা পথ পাড়ি দিতে হয়, সেই জার্নিটা দেখা যাবে এখানে।’

এই ছবিতে নিশোর সঙ্গে আছেন মেহজাবীন চৌধুরী। তিনিও হাজির হন সংবাদ সম্মেলনে। মেহজাবীন বলেছেন, ‘আমার ক্যারিয়ারে কোনও কাজ এত দীর্ঘ দিন ধরে আটকে থাকেনি, এটা যত দিন আটকে ছিল। ২০২১- আমি খুব চাচ্ছিলাম একটা ব্যতিক্রম কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই। পড়ে মনে হয়েছিল খুব রিফ্রেশিং। এখানে আমার যে ক্যারেক্টার, ও ছোটবেলা থেকে বড় হয় স্কুল-কলেজ পেরিয়ে সংসার শুরু করে, পুরো জার্নিতে ওর একটাই ইচ্ছা ছিল, কক্সবাজার যাবে। তো শুটিংয়ে প্রথম সমস্যাটা আমিই করি। আমার চোখে সমস্যা দেখা দেয়। তারপরও আমরা চাচ্ছিলাম কাজটা করি। কিন্তু ডাক্তারের পরামর্শে আর শুটিং চালিয়ে যেতে পারিনি। এরপর ব্রেকের পর পর ব্রেক হতেই থাকলো। মনে হচ্ছিল, এত সুন্দর একটা গল্প দর্শককে দিতে চাচ্ছি, এত বাধা আসছে কেন। অবশেষে গত আগস্টে কাজটা শেষ হয়েছে। এখন সবার জন্য মুক্তি পাচ্ছে।’

সংবাদ সম্মেলন শেষে একসঙ্গে মেহজাবীন-নিশো
বলা প্রয়োজন, ২০২১ সালে মূলত টেলিফিল্ম হিসেবে শুরু হয়েছিল ‘নীল জলের কাব্য’র কাজ। তবে মেহজাবীনের অসুস্থতা, আফরান নিশো ও নির্মাতার অন্য কাজের ব্যস্ততা এবং করোনা মহামারিসহ বিভিন্ন কারণে কাজটি পিছিয়ে যায়। অবশেষে কয়েক মাস আগে এর শুটিং ফের শুরু হয় এবং এটিকে ওয়েব ফিল্মে রূপ দেওয়া হয়।

/কেআই/
সম্পর্কিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
কাটা পড়লো নিশোর নাম, যুক্ত হলো যিশু!
কাটা পড়লো নিশোর নাম, যুক্ত হলো যিশু!
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…