X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’, তবে…

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ২১:৪৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৩:২৭

প্রায় চার বছর ধরে ঝুলে আছে ছবিটি। বহু আবেদন, প্রতিবাদ হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সেন্সর ছাড়পত্র মেলেনি। বারবার আশার প্রদীপ জ্বলে উঠলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ফলে ‘শনিবার বিকেল’ দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছে দর্শক। আবার ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছেন।

কিন্তু হঠাৎ বুধবার (২২ নভেম্বর) খবর এলো ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে। তাও আবার এক দিন পরই। অর্থাৎ এই শুক্রবারেই (২৪ নভেম্বর) দর্শকের সামনে আসছে ছবিটি। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মেও। সেটাও আবার ভারতের; যেটার নাম সনি লিভ।

ইতোমধ্যে প্ল্যাটফর্মটি থেকে ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে মুক্তির বার্তা। নির্মাতা ফারুকীও সরব হলেন। বললেন, “শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি। ২৪ নভেম্বর, সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনও দেশ থেকে দেখা যাবে!”

ফারুকীর মন্তব্য থেকে স্পষ্ট, বাংলাদেশের দর্শক ছবিটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। যদিও প্রযুক্তির এই সময়ে বিভিন্ন কায়দায় কিছু মানুষ দেখতে পাবে। তবে সেটাকে অফিসিয়াল বলা যাবে না মোটেও।

‘শনিবার বিকেল’র দৃশ্য এদিকে আগামী ৩০ নভেম্বর দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ফারুকী নির্মিত ও অভিনীত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ফলে দুই সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ততা বেড়ে গেছে তার। দর্শকের উদ্দেশে বললেন, ‘দুইটা সম্পূর্ণ দুই রকম অভিজ্ঞতা হবে আশা করি। দুইটা ছবিই দেখবেন, কথা বলবেন, এই কামনায়। এই দুইটা ছবির পর আরও কিছু আসবে, সেটাও দ্রুত। এবং সেগুলা এই দুইটা থেকেও আলাদাই হবে ইনশাআল্লাহ। আসলে ছয়টা বছর তো আমার সিনেমা মানুষের কাছে যায় নাই। ফলে এক সাথে অনেক কিছু এখন আসবে, অনেক রকম আসবে! গুস্তাখি মাফ করবেন।’

ফেরা যাক ‘শনিবার বিকেল’ প্রসঙ্গে। দেশে এর মুক্তি নিয়ে একপ্রকার নাটকীয়তাই চলছে বলে মনে করেন সিনেমা অঙ্গনের মানুষেরা। কেননা গত মার্চে ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে। বিভিন্ন উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। অথচ দেশের প্রেক্ষাগৃহেই শুধু উঠতে পারছে না। এ নিয়ে একাধিকবার সরকারি মহলে বৈঠক হয়েছে, কিন্তু ‘শনিবার বিকেল’র ভাগ্য বদলায়নি।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। এতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, নাদের চৌধুরী, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। ছবিটির শুটিং কেবল এক শটে ধারণ করা হয়েছে। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

সনি লিভ-এ ‘শনিবার বিকেল’ ঝলক:

/কেআই/
সম্পর্কিত
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
বিনোদন বিভাগের সর্বশেষ
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি