X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

অমিতাভ-শাহরুখ নন, কলকাতার দমদমে নামলেন সালমান 

বিনোদন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উচ্চারণ করতেই অবধারিত দুটি নাম চলে আসে, অমিতাভ বচ্চন আর শাহরুখ খান। বলিউডের এই দুই নেতা ছাড়া উৎসবের উদ্বোধন যেন মিছে! সেই সত্যিকে এবার মিথ্যে প্রমাণ করে উদ্বোধনের দিন (৫ ডিসেম্বর) ভোরে কলকাতার দমদম বিমানবন্দরে পা রাখলেন সালমান খান!

মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই যোগ দিতে শহরে পা রাখলেন বলিউড ভাইজান। এদিন বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসব উদ্বোধনীতে যোগ দেবেন তিনি। নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

২৯তম এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সালমানের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হলেও অমিতাভ বা শাহরুখের কোনও তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুজনেই এবার অনুপস্থিত থাকছেন, বিনিময়ে এসেছেন সালমান।

মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন সালমান। ফুল হাতা কালো টি-শার্ট ও নীল ট্রাউজার পরে হাজির হন তিনি। সকাল সকাল প্রিয় অভিনেতাকে দেখতে বিমানবন্দরে ভিড় জমান কলকাতার ভক্তরা। বন্দর থেকে বেরুতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়ে বলিউড সুপারস্টারকে। অভিনেতার পাশে এ সময় দেখা গেলো কলকাতার গায়ক ও নেতা বাবুল সুপ্রিয়কে।

এদিকে উৎসবের মূল ভেন্যু নেতাজি ইনডোর স্টেডিয়াম নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে। সালমান খান ছাড়াও এই উৎসবের সূচনা-অনুষ্ঠানে বলিউড ও টলিউডের আরও তারকা যোগ দেবেন। আতিথেয়তার দায়িত্বে রয়েছেন টলিউড নায়ক প্রসেনজিৎ।

জানা গেছে, অমিতাভ-শাহরুখ না এলেও এবার সালমানের পাশে দেখা যাবে অনিল কাপুর, কমল হাসান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটসহ বহু বলিউড তারকাদের। সঙ্গে টলিউড তারকারা তো থাকছেনই। 

মজার তথ্য, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ শিরোনামের গানটির সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন ডোনা গাঙ্গুলী এবং তার ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পলক মুচ্ছাল।

আর উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তমকুমার, তনুজা ও তরুণ কুমার অভিনীত ‘দেওয়া নেওয়া’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
টিজারে পুরনো সালমান, তবু উচ্ছ্বসিত ভক্তরা
টিজারে পুরনো সালমান, তবু উচ্ছ্বসিত ভক্তরা
মনমোহনকে শ্রদ্ধা জানাতে পিছিয়ে গেলেন সালমান  
মনমোহনকে শ্রদ্ধা জানাতে পিছিয়ে গেলেন সালমান  
নিজেকে বাদ দিয়ে সালমানকে নিতে বলেছিলেন শাহরুখ!
নিজেকে বাদ দিয়ে সালমানকে নিতে বলেছিলেন শাহরুখ!
ফালাকনুমা প্যালেসে সালমান-রাশমিকা
ফালাকনুমা প্যালেসে সালমান-রাশমিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’
ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’
যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতা বোধও নেই: পপি
যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতা বোধও নেই: পপি
রটারড্যামে পৌঁছে গেছেন জয়া
রটারড্যামে পৌঁছে গেছেন জয়া
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?   
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?