কয়েক বছর আগেও ইউটিউবে সর্বাধিক ভিউপ্রাপ্ত গান ছিল ‘সি ইউ অ্যাগেইন’। ২০১৫ সালের সিনেমা ‘ফিউরিয়াস ৭’র গান এটি। গেয়েছেন উইজ খলিফা ও চার্লি পুথ। বন্ধুত্বের গল্পে তৈরি করা এই গান বিশ্বজুড়ে জনপ্রিয়। আর সেই গানেরই শিল্পী চার্লি এবার আসছেন ঢাকায়, গাইতে।
এমনই এক খবর সম্প্রতি ছড়িয়েছে সিলভারলাইন ইভেন্টস নামের একটি প্রতিষ্ঠান। তাদের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার মঞ্চে গাইবার কথা চার্লি পুথের। তবে ফ্যাক্টওয়াচ'র তদন্তে দেখা গেছে, খবরটি সত্য নয়।
চার্লি পুথের দুজন এজেন্টের সঙ্গেও যোগাযোগ করেছে তথ্য যাচাইয়ের প্ল্যাটফর্মটি। তারাও জানিয়েছেন, ঢাকায় কোনও কনসার্টের ব্যাপারে চার্লির সঙ্গে আলাপও হয়নি।
যদিও কনসার্টটি নিয়ে সিলভারলাইনের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলা ট্রিবিউন। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস প্রতিনিধি পূজা বলেছিলেন, ‘চার্লি পুথের সঙ্গে আমাদের যাবতীয় কাগজপত্র হয়ে গেছে। জানুয়ারির মাঝামাঝিতে আমরা তার একটি ভিডিও বার্তা প্রচার করবো। যেহেতু এটা তার সলো ট্যুর না, আমাদের আয়োজনে আলাদা ইভেন্ট। তাই তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে কোনও পোস্ট দিচ্ছেন না; আমরাই তার ভিডিও বার্তা দেবো।’
কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে দর্শক-শ্রোতাদের মাঝেও বিভ্রান্তি তৈরি হয়েছে। চার্লি পুথের নাম ব্যবহার করে ‘প্রতারণা’ করা হয়েছে বলেও অভিযোগ করছেন অনেকে।