X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আড়াই বছর প্রেমের পর মৌসুমী হামিদের বিয়ে

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ১৪:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৩০

শীতের রাতে যখন নগরবাসী ওমের খোঁজে; ঠিক তখনই ভেসে এলো অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবর। সঙ্গে গায়ে হলুদের ছবি। বুধবার (১০ জানুয়ারি) রাতেই সেরে নিয়েছেন বিয়ের প্রাক পর্বটি। আর শুক্রবার (১২ জানুয়ারি) তার বিয়ে।

খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই। জানালেন, দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পারিবারিক আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার ছাদেই হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

মৌসুমীর হবু বরের নাম আবু সাইয়িদ রানা। তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। রানার লেখা ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ইত্যাদি কনটেন্টে কাজ করেছেন মৌসুমী।

বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বললেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক। তো একপর্যায়ে দুজনেরই মনে হয়েছে সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায়। এরপর পরিবারকে জানাই, তারাও সম্মতি দেয়। সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হচ্ছে।’

মৌসুমী ও রানা বিস্তারিত না জানালেও প্রেম প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বছর খানেক আগে একবার মৌসুমী হামিদ বলেছিলেন, ‘প্রেম আসলে সবাই করতে পারে না। প্রেম করা খুব কঠিন। আমাকে কেন জানি ভালোবাসা স্যুট করে না। কিন্তু দেখা যাক, এবার করে কিনা।’

হ্যাঁ, এবার সত্যিই স্যুট করেছে। আর তাই রানার সঙ্গেই বাঁধছেন ঘর। সেই নতুন অধ্যায়ের জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনাও করলেন অভিনেত্রী।

উল্লেখ্য, এক যুগ আগে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সু-অভিনেত্রী হিসেবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
বিয়ের পর উধাও নববধূ, প্রাণ গেলো স্বামীর
বিয়ের পর উধাও নববধূ, প্রাণ গেলো স্বামীর
প্রেমিকের বাড়ি কিশোরগঞ্জে এলেন মালয়েশিয়ার তরুণী, হলো বিয়ে
প্রেমিকের বাড়ি কিশোরগঞ্জে এলেন মালয়েশিয়ার তরুণী, হলো বিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা