X
সোমবার, ২২ এপ্রিল ২০২৪
৯ বৈশাখ ১৪৩১

নেতিবাচক চরিত্র প্রসঙ্গে যা ভাবেন শাহরুখ

বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪, ১৬:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৯:১৪

বলিউডের সিনেমায় সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। সেটা হলো, ভয়ংকর মারামারি আর নারী বিদ্বেষের মতো বিষয় দিয়ে সাজানো হচ্ছে নায়কের চরিত্র। এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকেই কথা বলছেন। কিংবদন্তি জাভেদ আখতার থেকে শুরু করে অভিনেত্রী কঙ্গনা রনৌত, সরব হয়েছেন এমন অনেকে।

এবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলো বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খানকে। তিনি সিনেমায় নেতিবাচক চরিত্রে কাজ করেন না কেন; আর এ বিষয়ে তার মনোভাব কেমন? এমন প্রশ্নের জবাবে কিং অব রোমান্স বলেন, ‘আমি একজন আশাবাদী মানুষ এবং খুশির গল্প বলি। আমি যেসব নায়কের চরিত্রে অভিনয় করি, তারা মানুষকে আশা ও আনন্দ দেয়। যদি আমি কোনও খারাপ ব্যক্তির চরিত্রে অভিনয় করি, তাহলে তার প্রচুর ভোগান্তি নিশ্চিত করি এবং সে যেন কুকুরের মতো মারা যায়, সেটাও চাই। কারণ আমি বিশ্বাস করি, ভালো থেকেই ভালোর জন্ম হয় এবং খারাপ জিনিস অবশ্যই একটি লাথির যোগ্য।’

নায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে তার ভাষ্য, ‘আমার উচিত এমন সৎ চরিত্রে অভিনয় করা, যেটা মানুষকে স্বপ্ন দেখার সাহস যোগায়।’

প্রশ্ন হতে পারে, শাহরুখ নিজেও তো পর্দায় নেতিবাচক চরিত্রে কাজ করেছেন। ‘বাজিগর’, ‘ডর’, ‘আনজাম’ ছবিগুলোতে তার ভয়ানক রূপ দেখেছে দর্শক। এ বিষয়ে শাহরুখ বলেছেন, ‘এসব ছবিতে কিন্তু নেতিবাচক চরিত্রকে মহান কিংবা সফল দেখানো হয়নি। যখন চরিত্র নেতিবাচক কাজ করেও পার পেয়ে যায়, তখন সেটাকে মহান বানানো বলা যায়। আমার এসব সিনেমার শেষে কিন্তু আমাকে প্রচুর মারা হয়েছে। অর্থাৎ সে তার প্রাপ্য শাস্তি পেয়েছে।’

ইন্ডিয়ান অব দ্য ইয়ার শাহরুখ খান প্রসঙ্গত, বুধবার (১০ জানুয়ারি) রাতে জমকালো আয়োজনে শাহরুখ খানকে ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করেছে সিএনএন ও নিউজ১৮।

শাহরুখ খানকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘ডাঙ্কি’ সিনেমায়। এটি মুক্তি পায় গত ২১ ডিসেম্বর। বিশ্বব্যাপী সাড়ে চারশ কোটি রুপির বেশি আয় করে এখনও প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। রাজকুমার হিরানি নির্মিত এ ছবিতে তার বিপরীতে আছেন তাপসী পান্নু।

সূত্র: বলিউড হাঙ্গামা

/কেআই/এমএম/
সম্পর্কিত
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সিনেমা মুক্তির আগে যে কাজটি নিয়মিত করেন শাহরুখ খান
সিনেমা মুক্তির আগে যে কাজটি নিয়মিত করেন শাহরুখ খান
ভূমিকে হঠাৎ শাহরুখের কল…
ভূমিকে হঠাৎ শাহরুখের কল…
বিনোদন বিভাগের সর্বশেষ
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য
লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এক ফ্রেমে গুঞ্জনের ইতি
এক ফ্রেমে গুঞ্জনের ইতি