X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

ইরানের ‘জামাল’ আর দেশের ‘কমলা’কে এক করলেন লুইপা!

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:১২

ফারসি ভাষায় ইরানের লোকসংগীত ‘জামাল কুডু’ সম্পর্কে এতোদিনে সবারই কম-বেশি জানা হয়েছে। যে গানটি বলিউডের সুবাদে এখনও তুমুল জনপ্রিয়, অন্তর্জাল হয়ে স্টেজে। অনেকটা একই ঘরানার বাংলা লোকগান ‘কমলায় নৃত্য করে’। যে গানটি যুগান্তরের পথ ধরে বেজে চলেছে বাঙালির সাংস্কৃতিক চর্চায়।

অভিনব ব্যাপার হলো, দূর ইরানের ‘জামাল’ আর বাংলার ‘কমলা’কে যেন এক সুতোয় গেঁথে নিলেন দেশের অন্যতম সুকণ্ঠী লুইপা। দুটো গানের তাল-লয়ের ফাঁকে যুক্ত করলেন সিলেট অঞ্চলের আরেকটি ট্র্যাডিশনাল গান ‘আইলারে নয়া দামান’। তুহিন আহমেদের সংগীতায়োজনে লোকগানের এই দারুণ ম্যাশআপটির ভিডিও ধারণ করেছেন এমডি আলমগীর হোসেন। যিনি নিজেও একজন নামকরা যন্ত্রী, প্যাডিস্ট। আর ভিডিওতে মডেল হলেন লুইপা নিজেই।

ভিডিও নির্মাতা আলমগীর ও কণ্ঠশিল্পী লুইপা কিন্তু কোন ভাবনায় এই ভিন্ন কাজটি সাধন করলেন লুইপা কিংবা পুরো টিম? জবাবে সুকণ্ঠী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি মূলত স্টেজ শোয়ের মানুষ। শোয়ের ফাঁকে রেকর্ডিং করি। ফলে প্রতিদিনই মঞ্চের সামনে থাকা শ্রোতাদের কথা আমাকে ভাবতে হয়। তাদের নানামাত্রিক গানের আবদার শুনতে হয়, অনুরোধ রাখতে হয়। ইদানীং তো প্রায় প্রতিটি শোয়ে ‘জামাল কুডু’ গানটার অনুরোধ পাই। কিছুদিন আগেও পেতাম ‘নয়া দামান’ গানটি। আর ‘কমলায় নৃত্য করে’ তো আমাদের রক্তে মেশা একটা গান। তিনটি গানই ট্র্যাডিশনাল। তিনটির সুরই প্রায় একই। ভাবলাম, মঞ্চে যেহেতু প্রায়শই এই গানগুলো গাইতে হয়, তাহলে একটা রেকর্ডেড ভার্সন করলে ক্ষতি কি? বরং আরও অনেক মানুষ একসঙ্গে গানগুলো উপভোগ করতে পারবেন। সেই ভাবনা থেকেই হুট করে কাজটি করা।’’

১৫ জানুয়ারি মজার এই গানটি প্রকাশ হয়েছে লুইপার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। শিল্পী জানান, এটি প্রকাশের পর ব্যাপক প্রশংসা মিলছে তার পক্ষে। যদিও এতোটা তিনি আশা করেননি।

/এমএম/
সম্পর্কিত
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
ডানপিটে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিটে দুলু থেকে কিংবদন্তি ফারুক
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)