X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এ কোন রাহাত ফতেহ আলি খান!

বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:১৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

কাওয়ালি সংগীতের সবচেয়ে উজ্জ্বল পরিবারের সদস্য তিনি। শুধু সদস্য বললে কমই হয়, বরং যোগ্য উত্তরসূরি। কাওয়ালি থেকে আধুনিক গান, সবেতেই নিজের দক্ষতা প্রমাণ করে খ্যাতি পেয়েছেন। সেই নন্দিত শিল্পী যখন কাউকে ‘বেধড়ক’ মারেন, তখন বিষয়টা নিঃসন্দেহে বিস্ময়কর এবং দুঃখজনক। পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলি খানের সাম্প্রতিক এক কাণ্ডে এমনটাই বলাবলি করছে নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। যেখানে দেখা যায়, এক ব্যক্তি আরেক ব্যক্তির মাথা ঝুঁকিয়ে জুতা দিয়ে একের পর এক বাড়ি মারছেন। আর বলছেন, ‘বোতল কোথায়?’। জবাবে ওই ব্যক্তি জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

একটু খেয়াল করলেই বোঝা যায়, ভিডিওতে যিনি জুতাপেটা করছেন, তিনি রাহাত ফতেহ আলি খান। আর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অনেকে মনে করছিলেন, ঘরের সাহায্যকারী কর্মীকে এমন মারধর করছেন রাহাত। যা না নিয়ে ঘোর নিন্দাও প্রকাশ করছে নেটিজেনরা। তাজ্জব হয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন, এ কোন রাহাত ফতেহ আলি খান?

তবে সমালোচনার মুখে একটি ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলি খান। জানালেন, ঘরের কর্মী নয়, বরং ওই ব্যক্তি তার ছাত্র বা শিষ্য। রাহাত বলেন, ‘এটা গুরু ও শিষ্যের মধ্যকার ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। একজন শিক্ষক ও তার ছাত্রের মধ্যে সম্পর্ক এমনই। কোনও ছাত্র ভালো কিছু করলে, আমি তাকে ভালোবাসা দেই। যদি সে ভুল করে, তাকে শাস্তি দেওয়া হয়।’

‘জরুরি থা’ খ্যাত গায়ক আরও জানান, মারধরের পর ছাত্রের কাছে তিনি দুঃখপ্রকাশও করেছিলে।

বিতর্কের জবাব দেওয়া ভিডিওতে রাহাত ফতেহ আলি খান (মাঝে) মার খাওয়া ছাত্রও জানিয়েছেন, তিনি একটি বোতল ভুল জায়গায় রেখেছিলেন, যেটার ভেতরে পবিত্র পানি ছিল। তার ভাষ্য, ‘তিনি (রাহাত) আমার বাবার মতো। আমাকে অনেক ভালোবাসেন। যিনি ওই ভিডিও ছড়িয়েছেন, তিনি আমার গুরুর সম্মানহানির চেষ্টা করছিলেন।’

কাওয়ালি সংগীত চর্চায় গুরু-শিষ্যের মধ্যকার সম্পর্ক কেমন হয়, সেটা সম্পর্কেও কিছুটা ধারণা দিয়েছেন রাহাত ফতেহ আলি খান। যদিও তাতে অনেকের মন গলছে না। আধুনিক এই সময়ে ছাত্র বা শিষ্যের সঙ্গে এমন রূঢ় আচরণ কাম্য নয় বলেই মনে করেন নেটিজেনদের অধিকাংশ।

উল্লেখ্য, কাওয়ালি সংগীতের ‘সম্রাট’ খ্যাত ওস্তাদ নুসরাত ফতেহ আলি খানের ভাতিজা রাহাত ফতেহ আলি খান। তিনি পারিবারিক ঐতিহ্য যেমন ধরে রেখেছেন, তেমনি সিনেমায় গান গেয়েও কুড়িয়েছেন অঢেল প্রশংসা, জনপ্রিয়তা। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জাগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহু’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম যো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

সূত্র: এনডিটিভি

/কেআই/
সম্পর্কিত
‘মালদ্বীপের শ্রমবাজারে সিন্ডিকেট করতে দেওয়া হবে না’
‘মালদ্বীপের শ্রমবাজারে সিন্ডিকেট করতে দেওয়া হবে না’
জাবিতে শুরু হচ্ছে ১৬তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
জাবিতে শুরু হচ্ছে ১৬তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
ঢাবিতে টিএফপি-আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবিতে টিএফপি-আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জনপ্রতিনিধিদের জবাবদিহি নাগরিকদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে: স্থানীয় সরকারমন্ত্রী
জনপ্রতিনিধিদের জবাবদিহি নাগরিকদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে: স্থানীয় সরকারমন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি