X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
প্লাস্টিক ব্যবহার ও বাস্তবতা বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪

রাষ্ট্রীয় কর্মসূচি ও পরিকল্পনায় তরুণদের যুক্তির প্রতিফলন ঘটানোর আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৯

ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) আয়োজিত প্লাস্টিক ব্যবহার ও বাস্তবতা বিষয়ক বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০২৪’ এর বিতর্কের সমাপনী অনুষ্ঠান হয়েছে।

প্লাস্টিক দূষণ সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহার অনুপ্রাণিত করার এই বিতর্ক প্রতিযোগিতার সামাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। পাশাপাশি প্রতিযোগীদের শেষদিনে কর্মশালায় অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানিজেশন চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি রানার আপ হয়। বিজয়ী দলের প্রাপ্তি দে তাপসী ফাইনালের সেরা বিতার্কিক পুরো টুর্নামেন্টের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তপন কুমার বিশ্বাস। রাষ্ট্রীয় কর্মসূচি ও পরিকল্পনায় তরুণদের যুক্তির প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল প্লাস্টিকের যথাযথ ব্যবহার এবং ব্যবস্থাপনা। এটি মোকাবেলার জন্য শুধুমাত্র সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে না বরং আমরা শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় জ্ঞান প্রদান এবং সমালোচনামূলক চিন্তা দক্ষতার বিকাশের মাধ্যমে একটি ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলছি যাতে তারা দায়িত্বশীল নাগরিকে পরিণত হয়।’

বিডিএফের সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতর, জাতিসংঘের বিভিন্ন দফতর ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ইউনিডো’র প্লাস্টিক রিসাইক্লিং অ্যান্ড কনজিউমার অ্যাওয়ারনেস বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ মাহবুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক সত্য ভট্টাচার্য, বিডিএফের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহমুদুল আলম রাসেল, নাশীর উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নাইম মাহমুদসহ আরও অনেকে।

/এমকেএইচ/
সম্পর্কিত
উপদেষ্টা আসিফের বই: অফলাইন-অনলাইনে চলছে ‘ইতিহাস’ উপস্থাপন নিয়ে বিতর্ক
‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে বিতর্ক
ট্রাম্পের মনোনীতরা পরিবর্তন আনবেন: রিপাবলিকান নেতা
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন