X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমা ঢঙে দেশি গানচিত্র, এলো অন্তর্জালে

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০

হিপহপ ঘরানার গান বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। বাংলাদেশেও এর শ্রোতা রয়েছে। তবে হাতে গোনা কয়েকজন ছাড়া হিপহপে মাথা তুলে দাঁড়াতে পারেননি তেমন কেউ। এর মধ্যেও চেষ্টা জারি রেখেছেন তরুণদের অনেকে। সেই চেষ্টার নতুন ফসল ‘টিপ টিপ’। যেটা লিখেছেন, গেয়েছেন দ্য টিএক্স ও জুভেক্স বেলজি। সংগীত ও মিক্স-মাস্টারিংয়ে ডেডবানি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্নাবি রেকর্ডস ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানচিত্রটি। এ গানের কথা-সুর থেকে শুরু করে মিউজিক, ভিডিও নির্মাণ সবেতেই পশ্চিমা হিপহপের ছোঁয়া রেখেছেন সংশ্লিষ্টরা।

গানের আরেকটি দৃশ্য গানের ঢঙ অনুসারে ‘টিপ টিপ’র ভিডিও বানিয়েছেন সম্ভাবনাময় তরুণ নির্মাতা সোহেল রাজ। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এই গানের আর্টিস্টরা আমার কাছের ছোট ভাই। ওরা নিউ স্কুল হিপহপ আর্টিস্ট। ফলে গানটির ভিডিওতে ওয়েস্টার্ন আবহ প্রয়োজন ছিল। সেটা মাথায় রেখেই ভিডিও বানিয়েছি।’

রাজ জানান, গেলো বছরের নভেম্বরে গানচিত্রটির শুটিং সেরেছিলেন, যখন দেশজুড়ে চলছিল অবরোধ। কাজের সেই অভিজ্ঞতা নির্মাতা শেয়ার করলেন এভাবে, “তখন ঢাকায় চলছিল অবরোধ। শুটিংয়ে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি হামলার শিকারও হয়েছিল। এমন অভিজ্ঞতা এর আগে কোনও কাজের ক্ষেত্রে হয়নি। এছাড়া যেহেতু গানের পুরো অংশ রাতে ধারণ করা, তাই বাড়তি প্রস্তুতি নিতে হয়েছিল তাদের। সব কিছুই আসলে সম্ভব হয়েছে আমাদের ‘টিমওয়ার্ক’ সদস্যদের চেষ্টায়। এখন দর্শক-শ্রোতার ভালো লাগলেই পরিশ্রম সার্থক। তবে এটুকু বলতে পারি, কাজটিতে দর্শক নতুনত্ব পাবেন।’’

নির্মাতা সোহেল রাজ গানটির ভিডিওতে মডেল হয়েছেন মেহজাবীজন হোসাইন মেধা। চিত্রায়নে ছিলেন হাসান জুয়েল। কোরিওগ্রাফি করেছেন আলিফ। সম্পাদনার কাজটি সামলেছেন নির্মাতা রাজ নিজেই।

গানের লিংক:

/কেআই/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু