X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

ভালোবাসার দিনে ঘর বাঁধলেন স্পর্শিয়া

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮

১৪ ফেব্রুয়ারি, একটি তারিখ, উদযাপনের দুটি উপলক্ষ। ভালোবাসা দিবস, আবার পহেলা ফাল্গুন তথা বসন্তের সূচনা। এই রঙিন, প্রেমময় দিবসকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে রূপান্তর করে নিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিয়ে করেছেন তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের ইনানি সমুদ্রসৈকতে হয়েছে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা। খবরটি তিনি নিজেই নিশ্চিত করলেন। জানালেন, তার বরের নাম সৈয়দ রিফাত নওঈদ হোসেন। সিলেটের এই যুবক কাজ করছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয়েছে তাদের বিয়ে।

বিয়ের আসরে স্পর্শিয়া ও তার বর এর আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সম্পন্ন হয় স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান। সেটাও আয়োজিত হয়েছিল সমুদ্রসৈকতে। মূলত সমুদ্র ও পাহাড়ের প্রতি অসামান্য ভালোবাসার কারণেই বিয়ের জন্য এরকম ভেন্যু বেছে নিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই সবসময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব, যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন।’

স্পর্শিয়া জানান, মূলত পারিবারিক পছন্দেই বিয়েটা করেছেন তিনি। দেখা-সাক্ষাতের পর নাওঈদকে তারও পছন্দ হয়েছে। অভিনেত্রীর মতে, ‘আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করবো। এ ছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি, তাই রাজি হয়েছি। সে-ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে।’

স্পর্শিয়া ও তার বর নাওঈদ উল্লেখ্য, এক যুগ আগে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শোবিজ যাত্রা শুরু হয় স্পর্শিয়ার। এরপর নাটক ও সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তাকে দেখা গেছে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ ইত্যাদি সিনেমায়।

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত: বিভাগীয় কমিশনার
মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত: বিভাগীয় কমিশনার
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
ফ্রান্সে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা
ফ্রান্সে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
বিনোদন বিভাগের সর্বশেষ
সমিতির মঞ্চে লালনের ‘বারামখানা’
সমিতির মঞ্চে লালনের ‘বারামখানা’
নিজ বাড়ি থেকে সংগীত দম্পতির লাশ উদ্ধার
নিজ বাড়ি থেকে সংগীত দম্পতির লাশ উদ্ধার
মস্কো উৎসবে ঢাকা: অভিনয়ে পা, কস্টিউমে জুতো!
মস্কো উৎসবে ঢাকা: অভিনয়ে পা, কস্টিউমে জুতো!
টেলিছবিতে উঠে এলো মব জাস্টিস!
টেলিছবিতে উঠে এলো মব জাস্টিস!
তাদের ঘরে এলো প্রথম সন্তান…
তাদের ঘরে এলো প্রথম সন্তান…