X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘দিদি নাম্বার ১’-এ আসছেন মমতা!

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দিদি নাম্বার ১’। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি এই রিয়্যালিটি শো’র সঞ্চালনা করেন। বিশেষ করে নারী দর্শকের কাছে অনুষ্ঠানটি বিপুল গ্রহণযোগ্যতা পেয়েছে। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি টলিউডের অনেক তারকাও এখানে অংশ নিয়েছেন।

এবার শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজির হচ্ছেন এই অনুষ্ঠানে! যদিও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার থেকে জানা গেলো, আগামী ২১ ফেব্রুয়ারি ‘দিদি নাম্বার ১’র বিশেষ একটি পর্বে দেখা যেতে পারে মমতাকে।

গেলো মাসে হঠাৎ মমতার কার্যালয়ে গিয়েছিলেন রচনা। প্রথমে সবাই ভেবেছিল, হয়ত মমতার রাজনৈতিক দল তৃণমূলে যোগ দেবেন অভিনেত্রী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দেন তিনি। বরং জানান, ‘দিদি নাম্বার ১’ নিয়েই কথা বলেছেন তারা; তাও দীর্ঘক্ষণ।

সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। শোনা যাচ্ছে, আগামী ২১ ফেব্রুয়ারি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠানটির পর্ব ধারণ করা হবে। আর তাতে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা। শুধু তিনিই নন, ওই পর্বে ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিও অংশ নেবেন। সেই অনুষ্ঠানের কথা মাথায় রেখে নাকি রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ বৈঠকে বসেছে পশ্চিমবঙ্গের ডিরেক্টর সিকিউরিটি। পর দিন আরও একটি মিটিং রয়েছে বলেও খবর।

উল্লেখ্য, ২০১০ সালে শুরু হয়েছিল ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠানটি। প্রথম সিজনে এর সঞ্চালক ছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় আসরে আসেন রচনা ব্যানার্জি। এরপর জুন মালিয়া ও দেবশ্রী রায়কেও এই ভূমিকায় পাওয়া গিয়েছিল। তবে অনেক বছর ধরে রচনাই চালিয়ে যাচ্ছেন হাসি-আড্ডা আর মজাদার বিভিন্ন খেলায় সাজানো অনুষ্ঠানটি। এটি প্রচার হয় জি বাংলায়।

/কেআই/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে হাইকোর্টে নজিরবিহীন রায়, ২২ হাজার সরকারি চাকরি বাতিল!
পশ্চিমবঙ্গে হাইকোর্টে নজিরবিহীন রায়, ২২ হাজার সরকারি চাকরি বাতিল!
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘দিদির শপথ’ নামে তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ
‘দিদির শপথ’ নামে তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ
পেছনের ধাক্কায় পড়ে যান মমতা, কপাল-নাকে ৪ সেলাই
পেছনের ধাক্কায় পড়ে যান মমতা, কপাল-নাকে ৪ সেলাই
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু