X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তিন বিমানবালার অদ্ভুত গল্পের আভাস (ভিডিও)

বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮

মুক্তি পেল বলিউড ছবি ‘ক্রু’র টিজার। যাতে প্রথমবার একসঙ্গে হাজির হলেন টাবু, কারিনা ও কৃতি। তিনজনই এতে অভিনয় করেছেন বিমানবালার চরিত্রে। রাজেশ কৃষ্ণণ পরিচালিত ‘ক্রু’ মুক্তি পাচ্ছে ২৯ মার্চ। তবে টিজারেই স্পষ্ট, এই ছবি খিল ধরাবে দর্শক পেটে।

এই টিজার নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রীরা লেখেন, ‘সিটবেল্ট বেঁধে নিন, কারণ এখানের তাপমাত্রা আপনার জন্য উত্তপ্ত হতে চলেছে।’ ঘোষণাটি এমন, ঠিক যেমনটা বিমানে চড়লে শোনা যায়। 

প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল এই ছবিতে বিমানবালা চরিত্রে দেখা যাবে তিন অভিনেত্রীকে। তবে নিঃসন্দেহে তাতে রয়েছে অদ্ভুত গল্পের টুইস্ট আর গ্ল্যামারের ঝলক। 

টিজারের শুরুতেই ইন-ফ্লাইট কেবিন ক্রু মেম্বারকে চিরাচরিত ঢঙে নিরাপত্তা নেওয়ার নিয়মাবলী বলতে শোনা যাচ্ছে, কিন্তু সেই প্রথম সংলাপ থেকেই হাসি পেতে বাধ্য। টিজারের শেষের দিকে কারিনার উদ্দেশে টাবুকে বলতে শোনা যায়, সে মুখে যেটা মাখছে সেটা ‘ফাউন্ডেশন’, ‘টাইম মেশিন’ নয়! 

টিজারে ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খল নায়ক’ ছবির অত্যন্ত জনপ্রিয় গান ‘চোলি কে পিছে’র অংশ শুনতে পাওয়া যায়। 

নির্মাতাদের তরফে ইউটিউবে এই ছবি সম্পর্কে লেখা হয়, ‘‘ক্রু’ একটি বিনোদনমূলক এবং চিত্তাকর্ষক কমিক অ্যাডভেঞ্চার! মুম্বাই থেকে তিনজন সাধারণ বিমানবালা তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য যাত্রা শুরু করে কিন্তু অপ্রত্যাশিত দুর্ভোগের মধ্যে আটকে পড়ে। এরপরের ঘটনাই দেখাবে এই ছবি।’’ 

‘ক্রু’ ছবির প্রযোজক একতা কাপুর ও রিয়া কাপুর। তিন বিমানবালার অদ্ভুত গল্পের আভাস (ভিডিও)

সূত্র: এবিপি

/এমএম/
সম্পর্কিত
গভীর রাতে কাঁদতেন কারিনা...
গভীর রাতে কাঁদতেন কারিনা...
‘কেজিএফ’ নায়কের সঙ্গে ‘টক্সিক’ সম্পর্কে কারিনা!
‘কেজিএফ’ নায়কের সঙ্গে ‘টক্সিক’ সম্পর্কে কারিনা!
আমি এখনও আবেদনময়ী: কারিনা
আমি এখনও আবেদনময়ী: কারিনা
বক্স অফিসে ৪ হাজার কোটি রুপি, কে এই নায়িকা!
বক্স অফিসে ৪ হাজার কোটি রুপি, কে এই নায়িকা!
বিনোদন বিভাগের সর্বশেষ
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড