X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

তারকা হতে চাওয়া নিম্নমধ্যবিত্ত রুমিনার গল্প

বিনোদন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮

রুপালি জগতের তারকা হতে চাওয়া নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে রুমিনা। ভাগ্যের ফেরে প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ার ভূঁইয়ার কবলে আটকা পড়ে। বিবাহিত আনোয়ার ভূঁইয়া রুমিনাকে দামি ফ্ল্যাট-গাড়ি উপহার দেয়। বিয়ের প্রলোভন দেখায়। সপ্তাহে একবার দুজন অন্তরঙ্গ সময় কাটায়। 

কয়েক মাস পর রুমিনার মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ করেন আনোয়ার ভূঁইয়া। কিন্তু বারবার প্রশ্ন করেও সঠিক উত্তর পায় না। এক রাতে রুমিনা জানায়, সে একজনের প্রেমে পড়েছে। তার প্রেমিক আজ আসবে। শুনেই জেদ চেপে যায় আনোয়ারের। ঠিক তখনই  ফ্ল্যাটের নিচে একটি গাড়ি এসে থামে। 

জানালা দিয়ে রুমিনার প্রেমিককে গাড়ি থেকে নামতে দেখে হতভম্ব হয়ে যায় আনোয়ার ভূঁইয়া। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না।

কে এই রুমিনার প্রেমিক, যাকে দেখে আনোয়ারের মতো প্রতাপশালী মানুষও অসহায় হয়ে পড়ে? কী চায় রুমিনা? যুবকটিই বা কী চায়? আনোয়ার ভূঁইয়া এখন কী করবে? 
কে কার জালে আটকা পড়েছে? কী হবে শেষ পর্যন্ত?

স্বপ্ন, দ্বন্দ্ব আর ক্ষমতার রহস্যে ঘেরা এমনই গল্পে নির্মিত নাটক ‘দৃশ্যজাল’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোদসী সিদ্দিকা, পাভেল জামান প্রমুখ।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাবুই। পরিচালনা করেছেন জামাল মল্লিক। 

শহীদুজ্জামান সেলিম ও রোদসী সিদ্দিকা নাটকটি প্রসঙ্গে বাবুই বলেন, ‘রুপালি জগতের এমন গল্প আমরা প্রায়ই শুনতে পাই। তবে সত্যি-মিথ্যা প্রমাণ সাপেক্ষ। এটিও তেমনই এক গল্প। যেখানে গ্ল্যামার দুনিয়ার খানিক অন্ধকার ও আলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

প্রচার হবে ১ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশন ও ‌‌মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান পুরস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু
কান পুরস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু
চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ
চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
নতুন গানের খবর দিলেন বিপ্লব
নতুন গানের খবর দিলেন বিপ্লব