X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১
বক্স অফিস

ডিউন: যত গর্জন, ততই বর্ষণ!

বিনোদন ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৮:৫৪

ফ্র্যাঞ্চাইজি বা সিক্যুয়েল ছবি নিয়ে দর্শকের মনে বরাবরই আগ্রহ থাকে। সেটা যদি আবার কল্পবিজ্ঞান ঘরানার ছবি হয়, তাহলে তো কথাই নেই! ‘ডিউন: পার্ট টু’ নিয়ে তাই বিশ্বজুড়েই আগ্রহ ছিল তুঙ্গে। সেই আগ্রহ-অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি।

যেমনটা অনুমান ছিল, শুরুতেই বক্স অফিসে আলোড়ন তৈরি করেছেন ‘ডিউন: পার্ট টু’। যেন যত গর্জন, ততই বর্ষণ! ডেডলাইনের রিপোর্ট অনুযায়ী, মাত্র দুই দিনেই ছবিটির বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে ৭৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে শুধু আন্তর্জাতিক বাজার থেকেই এসেছে সাড়ে ৪২ মিলিয়ন ডলার। বাকিটা উত্তর আমেরিকা থেকে।

এদিকে এখনও চীন ও জাপানে মুক্তি পায়নি সিনেমাটি। যে কোনও ছবির জন্য এই দুটি দেশ বড় বাজার। এ মাসের শেষ নাগাদ সেখানকার পর্দায় উঠবে ‘ডিউন: পার্ট টু’। ফলে বক্স অফিসে চমকপ্রদ কিছুই ঘটাতে যাচ্ছে ছবিটি। ধারণা করা হচ্ছে, এটি ১ বিলিয়নের মাইলফলকও অতিক্রম করতে পারে।

‘ডিউন: পার্ট টু’-এর একটি দৃশ্য এর আগে ‘ডিউন: পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। মহাকাব্যিক কল্পবিজ্ঞান কাহিনিনির্ভর ছবিটি দারুণ সাড়া পেয়েছিল। ছয়টি ক্যাটাগরিতে জেতে অস্কার। বক্স অফিসে এটি আয় করেছিল ৪৩৩ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। সেই আয়কে ‘ডিউন: পার্ট টু’ এক সপ্তাহের মধ্যেই অতিক্রম করে ফেলবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ছবিটি নির্মাণ করেছেন ডেনিস ভিলেনিউভ। এতে অভিনয় করেছেন টিমোথি চালামেট, জেন্ডায়া, রেবেকা ফার্গুসন, জস ব্রোলিন, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পাফ, ক্রিস্টোফার ওয়াকেনসহ অনেকে। বিশ্বজুড়ে ছবিটি পরিবেশনা করছে ওয়ার্নার ব্রাদারস।

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও সিলভার স্ক্রিন হলগুলোতেও চলছে ছবিটি। ‘ডিউন: পার্ট টু’-এর আরেকটি দৃশ্য

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
ডানপিটে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিটে দুলু থেকে কিংবদন্তি ফারুক
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)