X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গানে গানে শাকিব খান: আমি একাই রাজকুমার

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ২০:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫:০৩

ঈদে ডজনেরও বেশি ছবি রয়েছে মুক্তির মিছিলে। তবে সব ছাপিয়ে গত ঈদের মতো এবারও উৎসবের প্রধান ছবি হিসেবে আলোচনায় রয়েছে ‘রাজকুমার’। মূল কারণ শেষ সুপারহিট ‘প্রিয়তমা’। একই টিমের হাত ধরে এবারও ঢালিউড শাসন করবেন শাকিব খান, সেই প্রত্যাশা করছেন অনেকেই।

তারই প্রতিধ্বনি হিসেবে এই ঈদের প্রধান ছবির প্রধান (থিম সং) গানটি হাজির হলো অন্তর্জালে।  

‘আমি একাই রাজকুমার’ শিরোনামের গানটি শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় একযোগে প্রকাশ হয়েছে শাকিব খানের ফেসবুক ফ্যান পেজ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে। গানটি উৎসর্গ করা হয়েছে ‘শাকিবিয়ান’দে র।

না, ‘প্রিয়তমার’ শিরোনাম গান কিংবা ‘ঈশ্বর’র মতো অতোটা শ্রুতিমধুর কিংবা নান্দনিক কথা-সুর-কোরিওগ্রাফি নেই ‘আমি একাই রাজকুমার’ গানটিতে। তবে গানের কথাগুলো শাকিব খানের ঢালিউড রাজত্বের পুরনো বার্তা নতুন আবহে প্রতিধ্বনিত হয়েছে। আগে শাকিব খান নিজেকে নিজেই ‘সুপারস্টার’ দাবি করতেন। তবে এবার গানে গানে বললেন, ‘আমি একাই রাজকুমার’!  

এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয়, গানটিতে রয়েছে দেশাত্মবোধের ছায়া। আর তাতে শাকিব খান হাজির হয়েছেন রাজকুমারের বেশে, যদিও কস্টিউমে রয়েছে যাত্রাপালার রাজকুমার চরিত্রের আবহ! সেটিও নিশ্চয়ই চরিত্রের প্রয়োজনেই।

সোশ্যাল হ্যান্ডেলে এমন আলোচনা-সমালোচনার বিপরীতে দারুণ একটা ব্যাখ্যা দিলেন নির্মাতা হিমেল আশরাফ। বললেন, ‘সিনেমা মুক্তির আগে বিভিন্ন কনটেন্ট আলাদা আলাদা প্রচার হয়, তবে সেটা কিন্তু সিনেমারই একটা অংশ। কেন গানটা এমন, কেন পোস্টারটা এমন, কেন অমুক অভিনেতা এমন করলো- এটার উত্তর আসলে সিনেমায় থাকে, ওই কনটেন্টে না।’

শেষে একটি প্রশ্নও ছুড়ে দিলেন সমালোচক বরাবর, ‘‘বলেন তো সিনেমার নাম ‘রাজকুমার’ কেন?’’

নির্মাতার এই প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে নতুন গানটির মধ্যে। যা নিয়ে এর মধ্যে গবেষণায় নেমেছেন শাকিবিয়ানরা। এটুকু অনুমেয়, এই সিনেমাটি শুধু প্রেমের সুতোয় গাঁথেননি নির্মাতা। যেখানে রয়েছে দেশ ও বিদেশের নিখুঁত যোগসূত্র। 

‘আমি একাই রাজকুমার’ গানটির কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী এবং গেয়েছেন শামীম হাসান।

এর আগে ছবিটির আরও দুটি গান প্রকাশ হয়। প্রেমময় ‘রাজকুমার’ আর বিরহী ঘরানার ‘বরবাদ’। গান দুটি থেকেও মিলছে মিশ্র প্রতিক্রিয়া। 

বলা দরকার, ‘রাজকুমার’ নামে প্রকাশিত প্রথম গানটি মূলত প্রেমিক-প্রেমিকার কথোপকথন। আর ‘আমি একাই রাজকুমার’ হলো পুরো সিনেমার থিম সং। 

‘রাজকুমার’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনিই গেলো বছরের ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ বানিয়েছেন। নতুন ছবিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়া। ঈদের দিন থেকে দেশজুড়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। কোর্টনি কফি ও শাকিব খান

আরও:

প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)

‘রাজকুমার’র জন্য প্রিন্সের গান, নতুন কণ্ঠে কতটা জমলো (ভিডিও)

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!