X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বাঁশির সুরে বর্ষবরণ শুরু

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ০৬:৫০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:১৮

চৈত্র দিনের শেষ রাত পেরিয়ে সকালের স্নিগ্ধ আলো ফুটেছে কেবল। ততক্ষণে লোকে লোকারণ্য রাজধানীর ফুসফুস রমনা উদ্যান। সেখানকার ঐতিহ্যবাহী বটমূলে বরাবরের মতো বাংলা নতুন বছর ১৪৩১ বরণের আয়োজন সাজিয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।

রবিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ছয়টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয়েছে বর্ষবরণের এবারের আয়োজন। সেই সুরে মন্ত্রমুগ্ধ হয়ে ডুবে রয়েছেন অনুষ্ঠান দেখতে আসা নগরবাসী। আছেন নগরপিতাসহ প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিরা।

এবারের পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সেই সঙ্গে যোগ করা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টির বিজাতীয় অবমাননার প্রতিবাদ এবং লেখনীর দুর্দম শক্তিতে বাঙালির গণজাগরণে স্ফুলিঙ্গ ছড়িয়ে চলা আবু বকর সিদ্দিককে স্মরণ।

আয়োজকরা জানান, বিশ্বব্যাপী বস্তুর প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বেড়েছে, সেভাবে কমেছে মানুষের প্রতি মমত্ববোধ। যার ফলে ক্ষয়ে চলেছে মানবতা, অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবে এই সংকটে যেন মানুষ আশাহত না হয়, একে-অপরের পাশে থেকে, হাতে হাত রেখে চলার বার্তাই ছড়িয়ে দিতে এই নান্দনিক আয়োজন।

বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নিচ্ছেন শতাধিক ক্ষুদে ও বড় শিল্পী। দীর্ঘ আড়াই মাস অনুশীলন সেরে তারা রমনার বটমূলের মঞ্চে উঠেছেন। দুই ঘণ্টার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এছাড়া ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও এটি সরাসরি দেখানো হচ্ছে।

/কেআই/
সম্পর্কিত
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
‘পহেলা বৈশাখে আগের মতো ফুল বিক্রি হয় না’
‘পহেলা বৈশাখে আগের মতো ফুল বিক্রি হয় না’
মীরসরাইয়ে বলী খেলা দেখতে দর্শকদের ভিড়
মীরসরাইয়ে বলী খেলা দেখতে দর্শকদের ভিড়
আগের মতো আমেজ নেই পুরান ঢাকার হালখাতা উৎসবে
আগের মতো আমেজ নেই পুরান ঢাকার হালখাতা উৎসবে
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!