X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ১৮:৩৯আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৮:৩৯

পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তবে জনপ্রিয়তার সিংহভাগ পেয়েছেন বলিউডে গান করে। হিন্দি সিনেমায় তার কণ্ঠে বেশ কিছু গান দেশ-জাতির সীমানা অতিক্রম করেছে। বাংলাদেশেও রয়েছে এই গায়কের বিপুল পরিচিতি। তাই যখনই খবর ছড়ায় যে, আতিফ আসছেন ঢাকায়, দর্শক-শ্রোতার মাঝে তৈরি হয় অসামান্য উন্মাদনা। 

যার স্পষ্ট ছাপ পাওয়া গেলো ১৮ ও ১৯ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে, ‘‘লেট’স ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’’-এ। সুরের মূর্ছনায় উল্লাস করতে যেখানে হাজির হয়েছিল হাজার হাজার দর্শক। আয়োজক ব্লুজ প্রোডাকশনের তথ্য মতে, প্রথম দিনে প্রায় ৪ হাজার এবং দ্বিতীয় দিনে ৮ হাজার দর্শকের সমাগম হয়েছিল।
 
লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য প্রথম দিনের পরিবেশনা শুরু হয় ‘আফটারম্যাথ’ ব্যান্ডের মাধ্যমে। এরপর পারফর্ম করেছে ব্যান্ড ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এছাড়া দেড় বছরের বিরতির পর মঞ্চে ফিরেছে বাংলাদেশি ব্যান্ড ‘শূন্য’; বরাবরের মতো তাদের পারফর্মেন্সে ছড়িয়েছে মুগ্ধতা। এ দিন বিশেষ চমক হিসেবে শ্রোতাদের মাতিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী কিং। লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য

দ্বিতীয় দিন ঘিরে ছিল দর্শক-শ্রোতাদের মূল আগ্রহ। কারণ এ দিন মঞ্চে উঠেছেন আতিফ আসলাম। ১২ বছর পর তিনি বাংলাদেশে গাইতে এসেছেন। তার প্রতিটি গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তরুণ-তরুণীরা। আনন্দঘন সেই রাতের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায়ও প্রায় ভাইরাল। 

লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য এ দিন বাংলাদেশ থেকে পারফর্ম করেছেন আহমেদ হাসান সানি, ফিরোজ জং এবং ব্যান্ড ‘কাকতাল’ ও ‘কার্নিভাল’। তাদের গানেও তরুণ-তরুণীর উচ্ছ্বাস ছিল দেখার মতো।
  
বর্ণিল আয়োজনটি নিয়ে আয়োজকরা বলেন, ‘একটি নতুন ভেন্যুতে এই উৎসব হয়েছে এবং দর্শকের সাড়া আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। গান, নৃত্য, শিল্প প্রদর্শনী ও ঢাকার সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরা, প্রতিটি ইভেন্টে দর্শক-শ্রোতার দারুণ অংশগ্রহণ ছিল।’  

লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য দুই দিনের এই উৎসবে কনসার্টের পাশাপাশি ছিল শিল্প-সংস্কৃতির আরও নানা আয়োজন। রাশিদ খানসহ বিভিন্ন খ্যাতিমান শিল্পীর চিত্র প্রদর্শনী ছিল অনেকের আগ্রহের মূলে। এছাড়াও ছিল বিভিন্ন নামি প্রতিষ্ঠানের খাবারের দোকান। যা উৎসবে আসা দর্শনার্থীদের ক্ষুধা-পিপাসা নিবারণে ভূমিকা রাখে। লেট’স ভাইব ফেস্টিভ্যাল: ১২ হাজার দর্শক ও অন্যান্য

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র