X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘নাশকতা’র কারণে সিনেমা মুক্তি স্থগিত

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১৩:০৫আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:১০

কথা ছিল, আগামী ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বদরুল আনাম সৌদ নির্মিত সিনেমা ‘শ্যামা কাব্য’। সেই লক্ষে প্রচারণাও শুরু করে টিম। টিজার-ট্রেলার থেকে গান প্রকাশ; ধারাবাহিকভাবে সহ হচ্ছিল। কিন্তু হঠাৎ রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নির্মাতা ঘোষণা দিলেন, ছবিটির মুক্তি আপাতত স্থগিত।

একটি ভিডিও বার্তার মাধ্যমে নির্মাতা সৌদ জানান, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করেই ‘শ্যাম কাব্য’র মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। নতুন মুক্তির তারিখ এখনও ঠিক করেননি।

বদরুল আনাম সৌদ বলেন, ‘হরতাল-অবরোধ চলছে, যদিও মানুষ কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু কিছু নাশকতামূলক ঘটনাও ঘটছে। সিনেমাটি মুক্তি দেওয়া হলে আমরা দর্শককে হলে আসতে বলব। কিন্তু নাশকতার কারণে এই মুহূর্তে কাউকে আমরা সিনেমা হলে আসার আহ্বান জানাতে পারছি না। কারণ কোনও প্রাণের দায় বা কারও কোনও ক্ষতির দায় আমরা নিতে পারছি না। তাই আপাতত আমাদের সিনেমাটির মুক্তি স্থগিত করছি।’

‘শ্যামা কাব্য’ সিনেমার দৃশ্য গত ৯ নভেম্বর প্রকাশ করা হয়েছে ‘শ্যামা কাব্য’র ট্রেলার। যেটা দেখে অনেকেই প্রশংসা করেছেন, ছবিটি দেখার আগ্রহ জানিয়েছেন। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সোহেল মণ্ডল, ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, সাজু খাদেম, শাহাদাত হোসেন, এ কে আজাদ সেতু, শুভাশিস ভৌমিক প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা।

/কেআই/
সম্পর্কিত
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
নাগরিক প্রেমিকদের নিয়ে সিনেমা ‘আন্তঃনগর’ 
নাগরিক প্রেমিকদের নিয়ে সিনেমা ‘আন্তঃনগর’ 
বিনোদন বিভাগের সর্বশেষ
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন