X
সোমবার, ২৪ জুন ২০২৪
১০ আষাঢ় ১৪৩১

পরীর মনে ‘সুপ্তি’র মায়া

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৩:০০আপডেট : ২১ মে ২০২৪, ১৩:০৬

ব্যক্তিগত জটিলতা কাটিয়ে পরীমণি কাজে ফিরেছেন বেশ আগেই। এরই মধ্যে একাধিক সিনেমার কাজ সেরে ফেলেছেন। এখন ব্যস্ত ওয়েব সিরিজের কাজে। যেটার নাম ‘রঙিলা কিতাব’। নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত অনম বিশ্বাস।

এই প্রজেক্টের ঘোষণা এসেছিল গেলো বছরের অক্টোবরে। সম্প্রতি সিরিজটির শুটিং শুরু হয়েছে। লোকেশন-দেশের অন্যতম সুন্দর জেলা রাঙামাটি। সেখানে ইতোমধ্যে পরীর অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।

পরী জানালেন, ‘রঙিলা কিতাব’-এ তিনি অভিনয় করছেন সুপ্তি নামের এক চরিত্রে। যার প্রতি গভীর মায়া জন্মে গেছে অভিনেত্রীর। তিনি বলেন, ‘চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায় তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভেতর দমে যাওয়া আর্তনাদ। সব কিছু কেমন মায়া মায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায়।’

‘রঙিলা কিতাব’ হাতে পরীমণি সিরিজটিতে কাজ করে যে পরীমণি তৃপ্ত, সেটা তার কথায় স্পষ্ট। তার ভাষ্য, “সুপ্তি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশা করছি ‘রঙিলা কিতাব’ রিলিজ হলে সবার ভালোবাসা পাবো। কী অসাধারণ একটা টিমের সাথে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’’

মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে একটি শর্টভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, শুটিং টিমের সবার সঙ্গে তিনি। আঁচ করা যায়, প্যাকআপের পর তারা ক্যামেরাবন্দী হয়েছেন। এই ভিডিওর সঙ্গেই নিজের অনুভূতির কথা জানিয়েছেন নায়িকা।

‘রঙিলা কিতাব’র শুটিংয়ে পরীমণি উল্লেখ্য, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিরিজটি। যেখানে উঠে আসবে ভালোবাসা, অতীত, অপরাধ ইত্যাদির সমন্বিত এক উপাখ্যান। সিরিজটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি টলিউডেও নাম লিখিয়েছেন। এরই মধ্যে কলকাতায় গিয়ে সেরেছেন তার প্রথম ছবি ‘ফেলু বক্সী’র শুটিং। যেখানে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। নির্মাণে দেবরাজ সিনহা।

/কেআই/
সম্পর্কিত
ঈদের দিনে টিভিতে সাত সিনেমা
ঈদের দিনে টিভিতে সাত সিনেমা
‘দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর’
‘দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর’
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বজয়ের পথে ইন্দোনেশিয়ার নারী মেটাল ব্যান্ড
বিশ্বজয়ের পথে ইন্দোনেশিয়ার নারী মেটাল ব্যান্ড
ঈদের পর প্রথম মূকাভিনয় প্রদর্শনী
ঈদের পর প্রথম মূকাভিনয় প্রদর্শনী
জেনারেশন জেড নিয়ে প্রথম নাটক, ট্রেন্ডিংয়ে তৃতীয়
জেনারেশন জেড নিয়ে প্রথম নাটক, ট্রেন্ডিংয়ে তৃতীয়
নিজেদের বিয়েতে হোলিতে মেতেছিলেন নাদিয়া-সালমান
নিজেদের বিয়েতে হোলিতে মেতেছিলেন নাদিয়া-সালমান
নায়িকার বিয়ে মাদ্রাসায়, দেনমোহর ৯ টাকা
নায়িকার বিয়ে মাদ্রাসায়, দেনমোহর ৯ টাকা