X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফের প্যারিসে কনসার্ট, অভিজ্ঞতা জানালেন ইভান

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৩:৫৩আপডেট : ২৩ মে ২০২৪, ১৬:২৭

বছর দুয়েক আগে প্রথম ইউরোপ ট্যুর দিয়েছিল ব্যান্ড ‘অ্যাশেজ’। একসঙ্গে তিন দেশ নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সে কনসার্ট করেছিল ব্যান্ডটি। দু’বছর পর ফের ইউরোপে জুনায়েদ ইভান ও তার দল। এবার গান গাইলেন ফ্রান্সের প্যারিসে। গত ১৯ মে অনুষ্ঠিত হয়েছে কনসার্টটি।

দূর প্যারিস থেকেই সেই কনসার্ট এবং এবারের ইউরোপ সফরের গল্প বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ‘অ্যাশেজ’ প্রধান ইভান। জানালেন, এই সফরের প্রথম ভাগে ছিল নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশি দূতাবাস পরিদর্শন। গেলো ১৭ মে তারা সেখানে উপস্থিত হয়েছিলেন।

জুনায়েদ ইভান বলেন, ‘এর আগেও যখন ইউরোপে এসেছিলাম, নেদারল্যান্ডসের বাংলাদেশি দূতাবাস আমাদের অভ্যর্থনা জানিয়েছিল। এবারও তারা আমন্ত্রণ জানায়। তাই সেখানে গিয়েছিলাম। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কীভাবে বিদেশে ছড়িয়ে দেওয়া যায়, কিংবা আমাদের গানের মধ্যে বিষয়গুলো যুক্ত করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে এম্বাসির সঙ্গে।’

নেদারল্যান্ডসে বাংলাদেশি দূতাবাসে ‘অ্যাশেজ’ প্যারিসের কনসার্ট প্রসঙ্গে ইভান জানান, এটির পৃষ্ঠপোষকতায় ছিল শাহ গ্রুপ। আয়োজন এবং সমন্বয়ে ছিলেন দুই বাংলাদেশি; যথাক্রমে রেজা ও নোভা। তবে কিছু কারণে ছোট পরিসরেই অনুষ্ঠিত হয়েছে কনসার্টটি। ইভানের ভাষ্য, ‘এটা আসলে একটা রেস্ট্রিক্টেড শো ছিল। ভেন্যুর ধারণক্ষমতা এবং আরও কিছু কারণে সবাইকে টিকিট দেওয়া হয়নি। কারণ এখানে অনেকে এখনও অবৈধ অবস্থায় আছেন, তাদেরও টিকিট কেনার সুযোগ ছিল না। এ কারণে সংখ্যায় দর্শক কম ছিল বটে। তবে দারুণ ব্যাপার হলো, শো হাউজফুল ছিল। শোয়ের আগে থেকেই টিকিট সোল্ডআউট ছিল।’

কনসার্টের দৃশ্য ইভান ও তার সতীর্থরা অবাক হয়েছেন আরও একটি কারণে। তা হলো, প্যারিসের ওই কনসার্ট উপভোগ করতে অন্যান্য দেশ থেকেও বাঙালিরা ছুটে এসেছেন। লন্ডন, বেলজিয়াম, বার্সেলোনা ও পর্তুগাল থেকে আসা দর্শককে দেখে অভিভূত হয়েছেন তারা। ইভান বলেন, ‘ভেন্যুতে জায়গা কম থাকার কারণে অনেকে বাইরে অবস্থান করেছিল। আমাদের সঙ্গে দেখা করা, কথা বলার জন্য অপেক্ষায় ছিল। এমননকি তাদের অনেকেই হোটেল বুকিং না দিয়েই কনসার্ট দেখতে এসেছিল। জিজ্ঞেস করেছিলাম, রাত কোথায় থাকবে। তারা জানায়, এয়ারপোর্টেই অপেক্ষা করবে। সকালের ফ্লাইটে ফিরে যাবে। এই বিষয়গুলো আমাদের অবাক করেছিল। বিদেশের মাটিতে বাংলা গান শোনার জন্য তাদের এই আগ্রহ-পাগলামি সারাজীবন মনে থাকবে।’

কনসার্ট শেষে আয়োজকদের সঙ্গে ‘অ্যাশেজ’ আগামী ২৮ মে দেশে ফিরবেন ‘অ্যাশেজ’ সদস্যরা। আপাতত কয়েক দিন ইউরোপ ঘুরে দেখবেন তারা। সবশেষে ইভান জানান, আগামী বছর পর্তুগাল, ইতালি ও ফ্রান্সে কনসার্ট করতে যাওয়ার ব্যাপারে পাকা কথা হয়ে গেছে।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার