X
রবিবার, ১৬ জুন ২০২৪
২ আষাঢ় ১৪৩১
কান উৎসব ২০২৪

কানের অফিসিয়াল লালগালিচায় ঢাকার একমাত্র মুখ

মাহমুদ মানজুর, কান (ফ্রান্স) থেকে
মাহমুদ মানজুর, কান (ফ্রান্স) থেকে
২৪ মে ২০২৪, ০২:২৬আপডেট : ২৪ মে ২০২৪, ১৭:১৮

কান উৎসবের ৭৭ বছরের ইতিহাসে দাফতরিক বিবেচনায় মাত্র দুবার এসেছে বাংলাদেশের নাম। একটি তারেক মাসুদের ‘মাটির ময়না’, অন্যটি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’-এর দৌলতে।

মাঝে উৎসবের অন্যতম শাখা আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ফিপরেসি’র বিচারক হয়েছেন ঢাকার আহমেদ মুজতবা জামাল, সাদিয়া খালিদ ঋতি ও বিধান রিবেরু। এবার দ্বিতীয়বারের মতো এই বিভাগের বিচারক হয়ে অনেকটা দেশের মুখ উজ্জ্বল করলেন এই সাংবাদিক। তাই নয়, এবার তিনি হাঁটলেন কান কর্তৃপক্ষের সূচি ধরে অফিসিয়াল লালগালিচাতেও। যেমনটা আগে এই বিচারকদের বেলায় ঘটেনি। 
 
২২ মে রাত স্থানীয় সময় ১০টায় তিনি ফিপরেসি বিচারক হিসেবে লালগালিচায় পা মাড়ান। এসময় তার সঙ্গে ছিলেন এই বিভাগের অন্য বিচারকরাও। তিনি যখন লালগালিচা মাড়াচ্ছিলেন, তখন কান কর্তৃপক্ষ ঘোষণা করেছেন তার নাম ও পরিচয়।

বাংলাদেশ থেকে ঋতিই একমাত্র ব্যক্তি, যিনি এ বছর এই লালগালিচা সম্মান পেয়েছেন উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে।

কানের অফিসিয়াল লালগালিচায় ঢাকার একমাত্র মুখ ঋতি বলেন, ‘কানে সাধারণত প্রধান ভেন্যুগুলোর স্ক্রিনিংয়ের পথে লালগালিচা বিছানো থাকে। কিন্তু যেখানে ফটোগ্রাফাররা ফ্ল্যাশ লাইট-ক্যামেরা নিয়ে আনুষ্ঠানিকভাবে সারিবদ্ধ হন এবং মাইকে নাম ঘোষণা করা হয়, সেই গালিচায় হাঁটার অনুভূতি বা অভিজ্ঞতা পুরো আলাদা। যেখানে কিছু নির্দিষ্ট প্রটোকল থাকে। এর আগেও আমি ফিপরেসির বিচারক হিসেবে উৎসবে যুক্ত ছিলাম, তবে তখন এমন সুযোগ পাইনি কর্তৃপক্ষের কাছ থেকে। ফলে এবারের লালগালিচা দর্শন আমার জন্য একেবারেই আলাদা ও গর্বের। কারণ আমি যখন সেখানে হাঁটছিলাম, তখন আমার ও দেশের নাম ঘোষণা করা হচ্ছিল মাইকে।’ 

ঋতি লালগালিচায় পা মাড়িয়েছেন দেশের ঐতিহ্য ধরে। পরেছেন কাতান গাউন। বলছেন, ‘আমি এমনভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম, যা একাধারে ঐতিহ্যবাহী ও আধুনিক। আমি রেড কার্পেটের জন্য কাতান গাউনটা অনেক যত্ন করে ঢাকা থেকে এনেছি। আমার গাউন ও জ্যাকেট থেকে শুরু করে গহনা, পার্স ও জুতা সবকিছুই বাংলাদেশে তৈরি। আমি চেয়েছিলে বিশ্বমঞ্চে দেশের পণ্য নিয়েই উঠতে।’

ফিপরেসি জুরি হওয়ার পাশাপাশি ঋতি এবার আরব ফিল্মসের ক্রিটিক অ্যাওয়ার্ডস জুরি বোর্ডেও যুক্ত ছিলেন বিচারক হিসেবে। ১৮ মে কানসৈকতে সেটির পুরস্কার বিতরণে তিনি অংশ নেন জামদানি শাড়ি পরে। উৎসবের সমাপনী অনুষ্ঠানের আগে ২৫ মে ফিপরেসি পুরস্কার আসরেও অংশ নেবেন ঋতি।

কানের অফিসিয়াল লালগালিচায় ঢাকার একমাত্র মুখ ঋতি ২০২২ সালে বাংলাদেশ থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের প্রথম আন্তর্জাতিক ভোটার এবং ২০২০ সালে বার্লিনালে ট্যালেন্টসে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক হিসেবে নির্বাচিত হন। তিনি ফিল্ম ইন্ডিপেনডেন্ট এবং লোকার্নো ওপেন ডোরস-এর সঙ্গে মেন্টরশিপ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। ব্রিটিশ কাউন্সিল থেকে চার্লস ওয়ালেস ফেলোশিপের অংশ হিসাবে তিনি ২০২৩ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে পরাবাস্তব চলচ্চিত্র নির্মাণে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়ান।  

চিত্রনাট্যকারের ভূমিকায় ঋতিকে দেখা গিয়েছে নুরুল আলম আতিকের ওয়েব সিরিজ ‘আষাঢ়ে গল্প’তে। তার দুটো শর্ট ফিল্ম অস্কার কোয়ালিফাইং ফেস্টিভালে অংশ নিয়েছে।

এর আগে বাংলাদেশ থেকে আহমেদ মুজতবা জামাল ২০০২, ২০০৫ এবং ২০০৯ সালে কানে ফিপরেসি জুরি ছিলেন। ঋতি ২০১৯ সালে এবং ২০২২ সালে বিধান রিবেরু এই জুরির দায়িত্ব পালন করেন। তারা আইএফসিএবি (বাংলাদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সমিতি)-এর সদস্য হিসেবে যোগদান করেন সেই উৎসবে।

৭৭তম কান চলচ্চিত্র উৎসব ১৪ মে শুরু হয়েছে, পর্দা নামছে ২৫ মে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
সব জল্পনা ছাপিয়ে স্বর্ণপাম জিতলো আমেরিকার ‘আনোরা’
কান উৎসব ২০২৪সব জল্পনা ছাপিয়ে স্বর্ণপাম জিতলো আমেরিকার ‘আনোরা’
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রায় দুইশ’ হলের দেশে, মাত্র দুটিতে চলবে ‘ময়ূরাক্ষী’!
প্রায় দুইশ’ হলের দেশে, মাত্র দুটিতে চলবে ‘ময়ূরাক্ষী’!
‘দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর’
‘দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর’
অতঃপর মুক্তির আলোয় মাহতাবের গান
অতঃপর মুক্তির আলোয় মাহতাবের গান
ওটিটিতে ঈদের মঞ্চনাটক ‘ভাগের মানুষ’
ওটিটিতে ঈদের মঞ্চনাটক ‘ভাগের মানুষ’
ঈদে পূজার নতুন নাচ
ঈদে পূজার নতুন নাচ