X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চঞ্চলকে অস্বস্তিতে ফেলে দিলেন স্বস্তিকা!

বিনোদন ডেস্ক
০১ জুন ২০২৪, ২০:২০আপডেট : ০১ জুন ২০২৪, ২০:৫১

দেশের শীর্ষ অভিনেতাদের অন্যতম চঞ্চল চৌধুরী। তবে বহুমাত্রিক অভিনয় বিচারে গেল ক’বছর ধরে তার অবস্থান সেরাদের শীর্ষে। মঞ্চ, নাটক, সিনেমা আর ওটিটি- প্রতিটি ক্ষেত্রেই তিনি যেন অনবদ্য সমান্তরাল। সেই অভিনেতার জন্মদিন আজ, ১ জুন।

অভিনেতার দিনটা কেটেছে সরাসরি ও সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়ে। তবে সব শুভেচ্ছাবার্তা ছাপিয়ে গেছে দিনশেষে, টলিউডের প্রধানতম অভিনেত্রী স্বস্তিকার দৌলতে। এভাবে দেশের কোনও শিল্পীর প্রতি কলকাতার প্রকাশ্য মুগ্ধতা, আগে কখনও দেখা যায়নি। যেমনটা দেখালেন স্বস্তিকা মুখার্জি, চঞ্চল চৌধুরীর জন্মদিনের সুবাদে।

এদিন বিকালে টলিউডের এই ডাকসাইটে অভিনেত্রী স্পষ্ট ভাষায় চঞ্চল চৌধুরীকে অভিনয়ের ‘মহারাজ’ ও ‘ইন্সটিটিউশন’ বলে আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, তিনি তার কতো বড় ভক্ত!  

স্বস্তিকা মুখার্জি চঞ্চলকে প্রকাশ্য শুভেচ্ছাবার্তায় ফেসবুকে স্বস্তিকা লিখলেন, ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন- সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্মজীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি তার একটা কাজও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায়! তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না। চরকি আর হইচইকে অশেষ ধন্যবাদ, ওরা না থাকলে এমন প্রকাণ্ড এক শিল্পীর কাজ না দেখে মরতে হতো। কি বিশাল একটা ক্ষতি হতো সেটা। হ্যাপি বার্থডে চঞ্চল চৌধুরী।’

স্বস্তিকা মুখার্জি এখানেই জন্মদিনের আনুষ্ঠানিকতা মেটাতে পারতেন স্বস্তিকা। না। বরং আরও অসাধারণ সব কথা হড়বড় করে বলে গেলেন অভিনেত্রী। চঞ্চলকে লিখলেন, ‘তোমার বামদিকে তাকালে বোঝা যায় না, তোমার ডান দিকটা কেমন। এমন ভাবে চরিত্র হয়ে ওঠো যে, চিনতে পারা ভার। আরও ভালো কাজের অপেক্ষায় ছিলাম, আছি, থাকবো। আমি অভিনেতা হিসেবে খুব লোভী, সব ভালো কাজ নিজে করতে চাই। দর্শক হিসেবেও লোভী, সব ভালো কাজ দেখতে চাই, আর সেই কাজ তোমার হলে তো কথাই নেই। তুমি একটা গোটা ইন্সটিটিউশন। প্রত্যহ শিখি অভিনয়ের নতুন সব দিক দিগন্ত। অফুরান ভালবাসা নিও– আমার প্রিয় শিল্পী। জেনো আমিই তোমার সবচেয়ে বড় অনুরাগী।’

স্বস্তিকা মুখার্জি এদিকে স্বস্তিকার এমন শুভেচ্ছাবার্তা কিংবা অভিব্যক্তিতে অনেকটাই অস্বস্তিতে পড়েছেন বিনয়ী চঞ্চল চৌধুরী। স্বস্তিকার মন্তব্যের ঘরে এসে সেটি জানিয়েও দিলেন। স্বস্তিকাকে মেনশন করে লিখলেন, ‘অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তুমি যেভাবে লিখলে, আমি নিজেকে ওভাবে দেখিনি...। প্রশংসাটা একটু বেশীই করলে!!! যদিও ভালোই লাগছে। তবে আরেকটা কথা বলে রাখি, আমিও তোমার অভিনয়ের ভক্ত।’

স্বস্তিকা মুখার্জি বলা ভালো, চঞ্চল চৌধুরী-স্বস্তিকা মুখার্জি প্রথমবার একই ছবিতে কাজ করার কথা রয়েছে দ্রুত। রেদওয়ান রনি পরিচালিত সম্ভাব্য ছবিটির নাম ‘দম’। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তবে চঞ্চলকে ঘিরে স্বস্তিকার এই শুভেচ্ছাবার্তার পর ‘দম’ নিয়ে ভক্তদের অস্বস্তি অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে! অপেক্ষা শুধু ঘোষণার।

/এমএম/
সম্পর্কিত
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
শুটিং গভীর সুন্দরবনে, ইউনিট ছিল লঞ্চে!
শুটিং গভীর সুন্দরবনে, ইউনিট ছিল লঞ্চে!
অবশেষে ঢাকার পর্দায় ‘পদাতিক’, দেখা যাবে ফ্রি!
অবশেষে ঢাকার পর্দায় ‘পদাতিক’, দেখা যাবে ফ্রি!
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী