X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

গণমাধ্যমের মুখোমুখি বসলেন তাহসান-মিথিলা

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২৪, ০২:৪০আপডেট : ১২ জুন ২০২৪, ১১:৩৫

একই ছাদের নিচে পাশাপাশি বসলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। মাঝে ছিলেন নির্মাতা-প্রযোজক রেদওয়ান রনি।

এই জমায়েত তাহসান-মিথিলাকে ঘিরে হলেও, মূলত উদ্দেশ্য ছিলো দুজনার প্রথম যৌথ ওয়েব সিরিজ ‘বাজি’ সম্পর্কে খোলাখুলি গণমাধ্যমকে বলা। সঙ্গে প্রকাশ করা সিরিজটির ট্রেলার।

মঙ্গলবার (১১ জুন) রাতে রাজধানীর অভিজাত এক ক্লাবে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘটলো এই ঘটনা।

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। ঈদে চরকিতে আসছে আরিফুর রহমানের পরিচালনায় বিশেষ এই সিরিজ। 

মিথিলা আগেও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে তাহসানের জন্য এটাই প্রথম। তবে দুজনার দাম্পত্য বিচ্ছেদের পর ওটিটি প্ল্যাটফর্মে এটাই একসঙ্গে উল্লেখযোগ্য কোনও কাজ।

ট্রেলার:

ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ। আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা। সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’  

পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে সিরিজটি। অভিনয়শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেয়ার, আশা করছি সবার ভালো লাগবে।’ 

সিরিজে অভিনয় প্রসঙ্গে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘চরকির সাথে এর আগেও কাজ হয়েছে। অভিজ্ঞতা বেশ ভালো। এবার আরও ভালো কিছু হবে, অন্যরকম একটা গল্প, কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’ 

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সবসময় দর্শকদের জন্য ভিন্নকিছু করার চেষ্টায় থাকে। তারই ধারাবাহিকতায় এবার সারা দেশ যখন ক্রিকেটের উন্মাদনায় মেতে আছে, সেই সময় ক্রিকেট নিয়ে একটি অসাধারণ গল্প নিয়ে চরকি হাজির হচ্ছে। যাতে ক্রিকেটের নানা অজানা গল্প জানা যাবে। যা মানুষ আগে দেখেনি তা দেখতে পাবে এই সিরিজে।’ সংবাদ সম্মেলনে টিম ‘বাজি’

জানা গেছে, ক্রিকেট খেলায় বাজি’র প্রভাব নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। যাতে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসান খানকে। আর মিথিলা অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে।

/এমএম/
সম্পর্কিত
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
প্রেক্ষাগৃহে সার্কাসকন্যা মিথিলা!
এ সপ্তাহের সিনেমাপ্রেক্ষাগৃহে সার্কাসকন্যা মিথিলা!
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!