দারুণ খবর বটে। ঘটনাও বলা যেতে পারে। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা, যে মানুষ দুটো হাতে হাত রেখে দুই যুগের বেশি সময় ধরে নাচের মুদ্রায় মুগ্ধ করে চলেছেন, তারাই নাকি এবার কণ্ঠে তুলে নিয়েছেন গান!
ঈদ উপলক্ষে এই অসম্ভবকে সম্ভব করেছে বিটিভি। ঈদের ৩য় দিন সকাল ১১টায় প্রচারিতব্য ভিন্নধর্মী অনুষ্ঠান ‘বৃত্তের বাইরে’র জন্য গাইলেন শিবলী-নিপা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার।
বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজ পেশার বাইরে তাদের পছন্দের বিষয়টি পরিবেশন করেছেন। যার মধ্যে মাহমুদুন নবী ও সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত ‘তুমি যে আমার কবিতা’ গানটি বেছে নিয়েছেন শিবলী-নিপা জুটি।
‘বৃত্তের বাইরে’ উপস্থাপনা করেছেন সাবেক নারী ফুটবল দলের কোচ ডালিয়া আক্তার, বর্তমানে তিনি পুরুষ হ্যান্ডবলের কোচ।
এতে উপস্থিত হয়ে পুলিশের ডিআইজি মোঃ আসাদুজ্জামান পরিবেশন করেছেন আধুনিক গান। গাইনি চিকিৎসক প্রমা জেড মজুমদার বাঁশি বাজিয়েছেন। শুটার তাসমায়াতি এমা অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করেছেন।