X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এবার পলাশের ‘তরী’তে উঠছেন ঋতুপর্ণা 

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ১৪:৪০আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৩:৫১

নায়িকা ববিকে ঘিরে ‘ময়ূরাক্ষী’ বিতর্কের পর নতুন ছবির ঘোষণা দিলেন নির্মাতা রাশিদ পলাশ। এবারের ছবির নাম ‘তরী’। আর এতে উঠছেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও বিষয়টি এখনও মৌখিক, কাগজে-কলমে গড়ায়নি।

রাশিদ পলাশ বলেন, ‌‌‘ঋতুপর্ণার সঙ্গে আমার আলাপ হয়েছে। গল্প শুনেছেন। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলবো।’ 

রাশিদ পলাশের ‘তরী’তে ঋতুপর্ণার ওঠা না ওঠার বিষয়টি মৌখিক আলাপে আটকে থাকলেও নির্মাতা ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন। জানালেন, কিছু অংশের কাজ হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। মূলত তখনই ঋতুপর্ণার অংশের কাজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

ঋতুপর্ণা সেনগুপ্ত এতে ঋতুর চরিত্রটা কেমন? জবাবে পলাশ জানালেন, ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় দেখা যাবে। মানে সিনেমার মূল শিল্পীদের পেছনে বা পাশে কিছু ছোট ছোট চরিত্র থাকে, যাদের ‘এক্সট্রা’ বলা হয়। তেমনই একটি চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। 

ছবির শুটিং শুরু হলেও ‘তরী’র অন্যান্য চরিত্রের নাম-পরিচয় এখনই জানাতে চাইছেন না নির্মাতা! যা কিছুটা বিস্ময়কর।

‘তরী’র গল্প আহাদুর রহমানের, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পুণ্য ফিল্মসের ব্যানারে এ বছরই শুটিং-ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

গত ঈদে মুক্তি পেয়েছে রাশিদ পলাশের ‘ম‌য়ূরাক্ষী’। ঢাকার মাল্টিপ্লেক্সে টানা দুই সপ্তাহ চলার পর বর্তমানে ভোলার একটি প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী চলছে। ববি হক

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার