X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

শাফিনের শৈশবের ছবি প্রকাশ করে আবেগঘন হামিন

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ২০:৫৮আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:৫৫

ব্যান্ড ‘মাইলস’, বন্ধুসম দুই ভাই হামিন ও শাফিনকে মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছে বহুদিন। এমনকি একজনের মৃত্যুর পরও কেন যেন অভিযোগের তীরবিদ্ধ হয়ে আছেন আরেকজন। অথচ সব ছাপিয়ে একই গর্ভের দুই ভাই। তারচেয়েও বড় সত্যি, জন্মের পর থেকে শেষ পর্যন্ত দুজন দুজনের কাছাকাছি যতটা ছিলেন, আর কেউ ততটা ছিলেন না।

শাফিনের শৈশবের ছবি প্রকাশ করে আবেগঘন হামিন ছোট ভাই কিংবা সবচেয়ে নিকট সতীর্থের হঠাৎ মৃত্যুর পর খুব বেশি কথা বলেননি হামিন আহমেদ। বরং নিজেকে সামলে রেখেছেন ভাইকে যুক্তরাষ্ট্র থেকে আনা ও যথাসময়ে যথাযথভাবে তাকে বিদায়ের প্রক্রিয়া নিয়ে। ২৫ জুলাই মৃত্যু আর ৩০ জুলাই দাফন সম্পন্ন হওয়ার মাঝে ভাইকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে একটি শব্দও উচ্চারণ করেননি, গণমাধ্যমেও সে অর্থে কোনও প্রতিক্রিয়া করেননি।

৩১ জুলাই সন্ধ্যায় সেই দীর্ঘ নীরবতা যেন ভেঙে চৌচির করে দিলেন হামিন আহমেদ। সোশ্যাল হ্যান্ডেলে দুই ভাইয়ের কিছু ছবি প্রকাশ করে তিনি ছোট ভাইকে বার্তা পাঠালেন পরম মমতায়। মনে হলো জীবদ্দশায় ভাইকে জড়িয়ে ধরে যে কথাগুলো বলা হয়নি, তার সবটুকুই বলে দিলেন আজ।

শাফিনের শৈশবের ছবি প্রকাশ করে আবেগঘন হামিন হামিন লিখলেন, ‘তোমাকে যে আমি আমার হৃদয়ের গহিনে রেখেছি, সেটা খুব অনুভব করছি আজ। তুমি মারা যেতে পারো কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, তুমি আমার জীবনেরই একটা বড় অংশ। তোমার সাথে আমার আবার দেখা হওয়ার আগে, সূর্য যতদিন আলো দেবে, বাতাস যতদিন বইবে, বৃষ্টি যতদিন ঝরবে- ততদিনই তুমি আমার ভেতরে বেঁচে থাকবে।’

শাফিনের শৈশবের ছবি প্রকাশ করে আবেগঘন হামিন প্রচলিত রয়েছে, মাইলস ব্যান্ডের ৯৮ ভাগ সফল গানের কণ্ঠশিল্পী শাফিন আহমেদ। ব্যান্ডটিকে দীর্ঘপথে সফল পরিচালনার ৯৮ ভাগ কৃতিত্বই হামিন আহমেদের। ইতিহাস বলে, বাংলাদেশে আর একটি ব্যান্ডও নেই, যা মাইলস-এর মতো প্রায় একই সেটআপে এত সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তবে শেষ পাঁচ বছর মাইলস-এর সঙ্গে যুক্ত ছিলেন না শাফিন আহমেদ। বিপরীতে তিনি গড়েছেন ‘ভয়েস অব মাইলস’!   

শাফিনের শৈশবের ছবি প্রকাশ করে আবেগঘন হামিন বলা দরকার, যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে উড়ে গেছেন শাফিন আহমেদ। দ্বিতীয় কনসার্ট ছিল ২০ জুলাই, ভার্জিনিয়ায়। সেই শো’র মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এই রকার। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে।

শাফিনের শৈশবের ছবি প্রকাশ করে আবেগঘন হামিন তার এই অকাল প্রস্থানে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে। সঙ্গে অগুনতি ভক্ত-বন্ধু-স্বজন।

এক যুগেরও বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই নন্দিত শিল্পী। শাফিনের শৈশবের ছবি প্রকাশ করে আবেগঘন হামিন

এক নজরে মাইলস: মাইলস: ফিরে দেখা ৪৫ বছরের ইতিহাস

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান পুরস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু
কান পুরস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু
চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ
চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
নতুন গানের খবর দিলেন বিপ্লব
নতুন গানের খবর দিলেন বিপ্লব