অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস এটাকে (৫ আগস্ট) অভিহিত করছেন দ্বিতীয় বিজয় দিবস হিসেবে! অনেকেই বলছেন আবার স্বাধীন হলো দেশ। তবে দেশের অন্যতম ব্যান্ড শিরোনামহীন সদস্যরা সেটিকে দেখছেন ‘নতুন বাংলাদেশ’ শিরোনামে।
নতুন বাংলাদেশের অস্থির বুকে দাঁড়িয়ে শিরোনামহীন একটি প্রশ্ন ছুড়েছে গানে গানে। যার নাম ‘কেন?’। গানটির কথায় যাওয়ার আগে জেনে নেওয়া ভালো, এই দলটি প্রায় শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এমনকি প্ল্যাকার্ড হাতে সদস্যরা সরাসরি গিয়ে সংহতি জানিয়েছেন আন্দোলনরত ছাত্রদের সঙ্গে।
আন্দোলনের সফল পরিণতি শেষে ঘরে ফিরেই ব্যান্ড শিরোনামহীন প্রকাশ করেছে বিশেষ গান ‘কেন?’। কথাগুলো এমন- আজ এই শহরের পাখিরা/ সারা রাত অযথাই/ অন্ধের মতো উড়ছে কেন/ কড়া রোদে পুড়ে ছাই/ ছাই হয়ে আকাশের গায়ে/ লাল সূর্যটা তবু/ জ্বলছে কেন...।
দলনেতা জিয়াউর রহমানের কথায় কাজী আহমেদ শাফিনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। সাড়ে চার মিনিট দৈর্ঘ্যে আন্দোলনের নানান চরিত্র দিয়ে নান্দনিক গ্রাফিক্সে সাজানো এই গানচিত্রটি প্রকাশ হয়েছে ‘নতুন বাংলাদেশ’র প্রথম দিনেই (৫ আগস্ট)।
দলনেতা জিয়া জানান, আন্দোলন চলার সময়ে এই গানটির জন্ম তাদের ভেতর। সফল সমাপ্তি শেষে প্রথম দিনই গানটি প্রকাশ করতে পেরে দলের সদস্যরা স্বস্তিতে ফিরেছেন।