‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ কিংবা ‘ওরা ৭ জন’র মতো প্রশংসিত সিনেমা নির্মাতা খিজির হায়াত খান। যে সিনেমাগুলোর মূলনায়ক মূলত দেশাত্মবোধ। একই বোধ নিয়ে নির্মাতা এখন ব্যস্ত সময় পার করছেন সদ্য গঠিত দেশের প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর অন্যতম সদস্য হিসেবে।
এদিকে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো দেখছেন। অন্যদিকে সার্টিফিকেশন বোর্ডের বিধিমালা তৈরির বিষয়েও গবেষণা করছেন। তাহলে কি নির্মাতা খিজির হায়াত খান উহ্য হয়ে গেলো! জবাবে মজার ছলেই বললেন, ‘আমি শহীদ হয়ে গেছি, সার্টিফিকেশন বোর্ড সামলাইয়া!’
এরপরই অবশ্য নির্মাণের খবরটি দিলেন। জানালেন, সাম্প্রতিক সময়ে বোর্ডের বিরামহীন কাজের ফাঁকেও সিনেমা নির্মাণের বিষয়টি তার মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। গত বছরের পরিকল্পিত সিনেমা ‘সাম্রাজ্য’র সঙ্গে এবার যুক্ত করলেন আরও একটি সিনেমার প্লট।
সোমবার (২৮ অক্টোবর) খিজির হায়াত খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সাম্রাজ্য’ ফাইনাল ড্রাফট নিয়ে কাজ করছি। এছাড়া একটা ঘটে যাওয়া স্পর্শকাতর হত্যাকাণ্ড নিয়ে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করছি। যেটা নিয়ে কিছু একটা বানাতে চাই, ইফ পসিবল ফিল্ম।’’
কোন হত্যাকাণ্ড? মুগ্ধ নাকি আবু সাঈদ! জুলাই বিপ্লবে যে দুটি হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো জাতিকে। যে বিপ্লবের অন্যতম বিপ্লবী নির্মাতা নিজেও। না। অনুমান মেলেনি। খিজির বলেন, ‘এই হত্যাকাণ্ড জুলাই বিপ্লবে ঘটেনি। এটা ঘটেছে ফ্যাসিস্ট সরকারের আমলে। নিরাপত্তাজনিত কারণে হত্যাকাণ্ডের বিষয়টি এখন বলতে চাই না।’
২০২৩ সালেই খিজির ঘোষণা দিয়েছেন পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে ‘সাম্রাজ্য’ নির্মাণের। যার ট্যাগলাইন ছিলো, ‘রক্তের খেলায় ক্ষমতা বদলায়’। নির্মাতা গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) ছবিটির একটি রক্তাক্ত পোস্টার প্রকাশ করে বলেছিলেন, ‘২০২৪ সাল হবে সহিংস, কারণ রাজনীতি নতুনভাবে সংজ্ঞায়িত হবে। সবাই নিরাপদে থাকুন এবং শুভ নববর্ষ।’
তবে কি খিজির হায়াত খান গত ডিসেম্বরেই জেনেছেন, ২০২৪-এর জুলাই বিপ্লবে রক্তাক্ত হবে দেশ। পতিত হবে সরকার। সৃষ্টি হবে নতুন বাংলাদেশ! একদমই নয়। বরং তিনি ‘সাম্রাজ্য’ ছবিটি মুক্তি দিয়ে সেই বার্তাটি দিতে চেয়েছিলেন দর্শকদের। নির্মম হলেও সত্যি, এরমধ্যে সত্যিকারের বিপ্লব ঘটে যাওয়ায়, অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ছবিটি!
‘সাম্রাজ্য’র ভবিষ্যৎ এবং স্পর্শকাতর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণের বাস্তবতা প্রসঙ্গে খিজির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘যেটার বাজেট আগে পাই, সেটাই করবো। কারণ, বাজেট বড় ফ্যাক্টর। তবে ‘সাম্রাজ্য’ বানাতে বড় বাজেট লাগবে। তাই এটা পরে বানানোর সম্ভাবনা বেশি।’’
সে হিসেবে, হাসিনা-আমলের হত্যাকাণ্ডটি নিয়েই নির্মাতার বর্তমান আগ্রহ বেশি।
আরও:
‘জাওয়ান’ দেখে প্রতিমন্ত্রীর উচ্ছ্বাস, চলচ্চিত্র নির্মাতার ৫ প্রশ্ন