X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
এ সপ্তাহের সিনেমা

একসঙ্গে দুই হলিউড সিনেমা বাংলাদেশে

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ০০:০৪আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০০:০৪

একই দিনে হলিউডের দুটি সিনেমা উঠছে বাংলাদেশের পর্দায়। একটি হলো, মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকড’ এবং অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘রেড ওয়ান’। আজ, ২২ নভেম্বর ছবি দুটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। 

জন এম চু পরিচালিত ‘উইকড’-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিঙ্কলেজ, মিশেল ইয়েওহ, জেফ গোল্ডব্লাম প্রমুখ। অন্যদিকে, জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স প্রমুখ।

উইকড

আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরইমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে ‘উইকড’। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের একই নামের স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ইউনিভার্সাল পিকচার্স এবং মার্ক প্ল্যাট, যারা দুজনেই স্টেজ মিউজিক্যাল প্রযোজনা করেছেন। 

গল্পের মহাকাব্যের চাহিদা মেটাতে ছবিটিকে দুটি ভাগে ভাগ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছিল কোনও গান এবং প্রধান প্লট পয়েন্ট কাটা ছাড়াই। উভয় চলচ্চিত্রের মূল চিত্রায়ন ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে ব্যাহত হয়েছিল। অবশেষে এ বছরের জানুয়ারিতে ছবির কাজ শেষ হয়।

গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে ছবিটির প্রিমিয়ার হয়েছে। সেখানে সমালোচকদের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই ছবি। ছবির অন্যতম চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় আমেরিকান কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে গ্রান্ডে বলেন, ‘প্রথমদিকে এই চরিত্রের জন্য আমি কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ আমার কাছে গ্লিন্ডা চরিত্র সম্পর্কে আগে কোনও স্পষ্ট ধারণা ছিল না। তাই দর্শকের কাছে এ চরিত্রটি আমি কতটা ফুটিয়ে তুলতে পারবো এ নিয়ে চিন্তিত ছিলাম। কারণ আমি সংগীতের মানুষ। আমার ভক্তরা আমাকে এ চরিত্রে দেখে কতটা আনন্দ পাবে, তা নিয়েও ভাবনা ছিল। আমাকে যারা মূলত পপ তারকা হিসেবে জানেন, তাদের পক্ষে এ চরিত্রটি দেখতে কিছুটা অস্বাভাবিক লাগতে পারে।’ 

গ্রান্ডে আরও বলেন, ‘সিনেমাটি মুক্তির পর আমার ভক্তরা হয়তো গ্লিন্ডা চরিত্রে আমাকে দেখে বলতেও পারে এ কোন আরিয়ানা গ্রান্ডে! কারণ এমন এক চরিত্রে আমাকে এর আগে ভক্তরা কখনোই দেখেনি। তাই কাজটি নিয়ে দর্শকের মতো আমিও খুব উচ্ছ্বসিত।’

রেড ওয়ান

আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি ‘রেড ওয়ান’। ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’র জনপ্রিয় অভিনেতা ক্রিস ইভান্স অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। সেভেন বক্স প্রোডাকশনস, ক্রিস মরগান প্রোডাকশন এবং দ্য ডিটেকটিভ এজেন্সির সহযোগিতায় অ্যামাজন এমজিএম স্টুডিওস দ্বারা নির্মিত ক্রিসমাস-থিমযুক্ত ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি হিসেবে দেখা হচ্ছে এটিকে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৫ নভেম্বর। 

ছবিটি দর্শকদের মনে করিয়ে দিচ্ছে যে ক্রিসমাস আসন্ন। এই ছবিতে জনসন ও ইভান্স এমন একটি মিশনে অংশ নেয় যেখানে তাদের লক্ষ্য সান্তা ক্লজকে উদ্ধার করা। এতে ডোয়াইন জনসন ক্যালাম ড্রিফ্টের চরিত্রে অভিনয় করেছেন, যিনি উত্তর মেরুর নিরাপত্তার প্রধান। যখন সান্তা ক্লজ অপহৃত হন, তখন তিনি বাউন্টি হান্টার জ্যাক ও'ম্যালিকে তাকে খুঁজে বের করার জন্য নিয়োগ করেন। ছবিতে জেকে সিমন্স সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ক্রিসমাস অ্যাডভেঞ্চারে, জ্যাক ও'ম্যালিকে বাধ্য করা হয় মিশনে যোগ দিতে, যখন জো এবং তার দল তাকে আক্রমণ করে এবং তাকে ক্যালামের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য করে। 

ট্রেলারে আরও একটি চমকপ্রদ হ্যালোউইন টুইস্ট দেখা যায়, যা ইঙ্গিত করে যে সান্তার অপহরণের পেছনে থাকতে পারে আরও ভয়ঙ্কর ও গাঢ় কোনও শক্তি। এই ক্রিসমাস-হ্যালোউইন মিশ্রণটি একটি বৃহত্তর পৌরাণিক কাহিনির অংশ হতে পারে, যা রেড ওয়ান-কে একটি বৃহৎ হলিডে ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিণত করতে পারে। কমেডি, অ্যাকশন এবং হলিডে ম্যাজিকের মিশ্রণে একটি উপভোগ্য সিনেমা হতে পারে এটি।

/এএমএম/এমএম/
সম্পর্কিত
ঈদ থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উত্তরায়
ঈদ থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উত্তরায়
হলিউড-বলিউড ছাপিয়ে ১ নম্বরে ‘তুফান’!
হলিউড-বলিউড ছাপিয়ে ১ নম্বরে ‘তুফান’!
সোনিক সিরিজের তৃতীয় কিস্তি বাংলাদেশে
সোনিক সিরিজের তৃতীয় কিস্তি বাংলাদেশে
একসঙ্গে হলিউডের দুই ছবি
এ সপ্তাহের সিনেমাএকসঙ্গে হলিউডের দুই ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ