X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কৃতির ভিডিও ভাইরাল, সঙ্গে কে!

বিনোদন ডেস্ক
০২ জানুয়ারি ২০২৫, ০০:১১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০০:১৯

বহুদিন ধরেই ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে কৃতি শ্যাননের প্রেমের সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউডে। যদিও বিষয়টি নিয়ে তারা মুখ খুলতে নারাজ। তবে নিয়মিতই লোকচক্ষুর আড়ালে নিজেদের মতো সময় কাটান এই জুটি।

এই মুহূর্তে কৃতি ও কবির ছুটি কাটাচ্ছেন দুবাইতে। তাদের বেড়াতে যাওয়ার ছবি, ভিডিও এখন ঘুরছে সামাজিক মাধ্যমে। একসাথে বড়দিন উদযাপন করতেও দেখা গেছে তাদের। এবার দুবাই থেকে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দুই লাভবার্ডকে ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। একান্তে কৃতি ও কবির কৃতির বোন নূপুর শ্যাননকেও তাদের সঙ্গে দেখা গেছে। এছাড়া কবিরের বন্ধু ক্রিকেটার এমএস ধোনিও এতে অংশগ্রহণ করেছেন।

কৃতি ভক্তরা প্রিয় তারকার এমন দারুণ মুহূর্ত উপভোগ করা দেখে বেজায় খুশি। এক ভক্ত ভিডিওর নিচে মন্তব্য করেছেন, ‘কৃতিকে অনেক সুখী ও আত্মবিশ্বাসী লাগছে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘সে তার জীবনের সেরা সময় কাটাচ্ছেন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zareen Khan (@zareen_stebin)

অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘নজর না লাগুক। আমি আশা করি, তারা বিয়ে করবে।’

উল্লেখ্য, ‘মিমি’ ছবিতে  দুর্দান্ত অভিনয়ের জন্য কিছুদিন আগেই জাতীয় পুরস্কারও পেয়েছেন কৃতি। অনেকের মতে, তিনি  বলিউডের সবচেয়ে বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘দো পাত্তি’ সিনেমায়। পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। ২০১৫ সালে রোহিত শেঠির ‘দিলওয়ালে’র পর এই সিনেমায় ফের একসঙ্গে কাজ করেছেন কাজল ও কৃতি। ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। কৃতি শ্যানন

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য