X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

‘তুফান’ শেষে ‘তাণ্ডব’, সঙ্গে নায়িকা চমক

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

দেশ-বিদেশে ‘তুফান’ ঝড় শেষে একই নির্মাতা ও প্রযোজকের ‘তাণ্ডব’-এ যুক্ত হলেন শাকিব খান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শাকিব খান আনুষ্ঠানিকভাবে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন। এসময় তার সঙ্গে ছিলেন ‘তুফান’ প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রায়হান রাফী। তারা ‘তাণ্ডব’র চুক্তিপত্রে সই করেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’-এর। এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

এদিকে গুঞ্জন উঠেছে, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন জয়া আহসান। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সত্যতা মেলেনি। তবে সংশ্লিষ্টরা কেউ বিষয়টিকে উড়িয়েও দিচ্ছেন না। সম্ভবত চুক্তিসইয়ের অপেক্ষায় আছেন তারা।

শাকিব খান ও জয়া আহসান তবে বিষয়টি সত্য হলে ‘তাণ্ডব’ সিনেমার সুবাদে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয় তারা বেশ সাড়া ফেলেছিলেন। এরপর ২০১৬ সালে এর সিক্যুয়েল (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২) করে সফল জুটির কবর রচনা ঘটে! এরপর আর একসঙ্গে দেখা যায়নি শাকিব-জয়াকে।

সূত্র বলছে, শুধু জয়া আহসানই নন; এই সিনেমায় থাকছেন আরও নায়িকা চমক। জানা গেছে, অন্তত আরও দু’জন শীর্ষ নায়িকা যুক্ত হচ্ছেন ‘তাণ্ডব’-এ।

/এমএম/
সম্পর্কিত
জয়ার ‘জিম্মি’ আসছে ২৮ মার্চ
জয়ার ‘জিম্মি’ আসছে ২৮ মার্চ
মুক্তির দ্রুততম সময়ে টিভি সম্প্রচারে!
মুক্তির দ্রুততম সময়ে টিভি সম্প্রচারে!
প্রেমের জন্য এবার চূড়ান্ত ভয়ংকর শাকিব খান!
প্রেমের জন্য এবার চূড়ান্ত ভয়ংকর শাকিব খান!
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
বিনোদন বিভাগের সর্বশেষ
কান পুরস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু
কান পুরস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু
চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ
চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
নতুন গানের খবর দিলেন বিপ্লব
নতুন গানের খবর দিলেন বিপ্লব