X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

অভিনয়ের জন্য ঢাকা থেকে নিউ ইয়র্ক পাড়ি!

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১২:০৮আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:৫৭

দেশের অনেক শিল্পী ঢাকা থেকে এরমধ্যে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, তথা নিউ ইয়র্কে। সরে দাঁড়িয়েছেন অভিনয় থেকে, বেছে নিয়েছেন অন্য পেশা। অথচ একই শহরে সময়ের তরুণ অভিনেত্রী পারসা ইভানা পাড়ি জমাচ্ছেন, শুধুই অভিনয় শেখার জন্য!

প্রথমবার দেশের কোনও অভিনয়শিল্পী যুক্তরাষ্ট্রের অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন। মূলত অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি নিউ ইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন। 

পারসা ইভানা জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে পরবর্তীতে গত ৮ মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন।

এ বিষয়ে পারসা ইভানা গণমাধ্যমকে বলেন, ‘‘কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, ‘তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও।’ উত্তরে বললাম, ‘আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই।’ এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, ‘তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছো’।’’

পারসা ইভানা অভিনেত্রী আরও বলেন, ‘যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে, আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়ে গেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। আমি যেন ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’

‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে পারসা জয় করেছেন দর্শকের মন। আসন্ন ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে তাকে দেখা যাবে দরকারি চরিত্রে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল। পারসা অভিনয়ে জনপ্রিয় হলেও তিনি দারুণ মডার্ন ড্যান্সারও বটে। পারসা ইভানা

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!