মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৬০তম জন্মদিনে পা ফেলেই সবাইকে চমকে দিলেন। এদিন কেক কেটে উদযাপনের মাঝে হাজির করলেন গৌরিকে। দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর এই নারীর সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন চলছিলো। এবার সেই জল্পনায় লাগাম টেনে দিলেন। তাই নয়, গৌরিকে সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন।
বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন রয়েছে গৌরির মায়ের। তার শিক্ষাজীবন শুরু হয় ব্লু মাউন্টেন বিদ্যালয়ে। এরপর তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন কোর্স, এফডিএ স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে মুম্বাইয়েও তার বিউটি সেলুন রয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরি জানান, তিনি আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন এবং তাদের পরিচয় দীর্ঘ ২৫ বছরের। গৌরি ছয় বছরের এক সন্তানের মা। তবে আমির ও গৌরি সম্পর্কে রয়েছেন গত ১৮ মাস ধরে।
এদিন গৌরিকে সামনে রেখে সংবাদমাধ্যমের সামনে মজার ছলে আমির বলেন, ‘আপনাদের কিছু বুঝতে দিইনি! চলচ্চিত্রজগতের বাইরের একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি—এটা আপনারা শুধু আন্দাজ করেছিলেন। ও বেঙ্গালুরুতে থাকে, তাই ওখানেই দেখা করতাম। সেখানকার সংবাদমাধ্যম একটু কম সক্রিয়, তাই আমরা নজরে আসিনি।’
তবে মুম্বাইয়ে আমিরের বাড়িতেও বহুবার এসেছেন গৌরি। সে সময় আলোকচিত্রীদের (পাপারাজ্জিদের) নজর এড়ানোর প্রসঙ্গে আমির রসিকতা করে বলেন, ‘আমি তো আমার পরিবার ও সন্তানদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন আপনাদের নজর আমার বাড়ির দিকে ছিল না!’
এদিকে আমিরের পরবর্তী সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। এটি মুক্তি পাবে গ্রীষ্মের ছুটিতে। তবে তার আগেই যে আমির-গৌরির ওপর আলোকচিত্রীদের (পাপারাজ্জিদের) কড়া নজর থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
সূত্র: হিন্দুস্তান টাইমস