সাম্প্রতিক সময়ে সমাজের হৃদয়ে বড় একটি ক্ষত সৃষ্টি করেছে মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যু। সেই ঘটনাকে সামনে রেখে কথা-সুরে কিছু প্রশ্ন তুলেছেন তরুণ সংগীতশিল্পী পিজিত মহাজন।
১৭ মার্চ নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই গানের নাম ‘জাস্টিস ফর আছিয়া’। নিজের কথা-সুরে গাওয়া এই গানের মাধ্যমে পিজিত মহাজন বলতে চেয়েছেন, এত স্বাধীন স্বাধীন বলো তবে/ কান্দে কেন আমার বোন?/ এত দিবস করে লাভ কি বলো/ মা’য়ে হয় ধর্ষণ!
গানটি প্রকাশের পর দারুণ সমর্থন মিলছে শ্রোতা-সমালোচক-শিল্পীদের পক্ষ থেকে। অনেকেই গানটির প্রশংসা করে শেয়ার করছেন সোশ্যাল হ্যান্ডেলে। আর ইউটিউবে মন্তব্যের ঘরে শিল্পীর এমন প্রতিবাদী গানের জন্য ধন্যবাদ দিচ্ছে অসংখ্য শ্রোতা।
দ্রুততম সময়ের মধ্যে গানটি তৈরি ও প্রকাশ প্রসঙ্গে পিজিত বলেন, ‘আমার দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। শিল্প-সংস্কৃতি, খেলাধুলার জন্য বিখ্যাত একটা দেশ। কিন্তু এ মাটিতে এমন কি হলো, হঠাৎ ডাকাতি, খুন, ধর্ষণ বেড়েই চলছে। শেষে তো জীবনটাই দিলো আমার বোন আছিয়া। এসব দেখে কি বসে থাকা যায় বলেন? তাই গানে গানে নিজের ভেতরের প্রতিবাদটুকু জানালাম। আমার দেশ শান্ত হোক, শিশুরা থাকুক নিরাপদ, এই প্রার্থনা করি সবসময়।’
এবারই প্রথম নয়। আগেও পিজিত সময় ও সমাজের নানা বিষয়ে গান বেঁধে কণ্ঠে তুলেছেন। এর মধ্যে করোনা মহামারি, বন্যা আর তিস্তার ভাঙন নিয়ে তৈরি গানগুলো প্রশংসা পেয়েছে।
উল্লেখ্য, পিজিত সম্প্রতি গান করেছেন পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। ‘মধ্যবিত্ত’ শিরোনামের সেই গানটি প্রকাশ হবে পিজিত মহাজন-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সহসা।