সংগীতে দু’জনের পাশাপাশি পথচলা দুই দশকেরও বেশি সময় ধরে, এই শহরে। এরমধ্যে জাহিদ আকবর মূলত গীতিকবি ও সাংবাদিক, লুৎফর হাসান একাধারে গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী। তবে এসব যোগ্যতা বা পরিচয় ছাপিয়ে দু’জনে মূলত নিখাদ বন্ধু।
সেই বন্ধু যুগলের যৌথ গানের সংখ্যাও কম নয়। যদিও মাঝে ১৬টি বছর তাদের গান বাঁধা হয়নি একসঙ্গে, নানাবিধ কারণে।
অবশেষে ১৬ বছর পর জাহিদ আকবরের কথায় সুর করে ‘আকাশ হয়ে যাই’ নামের একটি গান গাইলেন লুৎফর হাসান। তরিকের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
ফেরা ও গান প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘আমি যে ধরণের গান লিখতে পছন্দ করি এটা তেমন একটা ঘোরলাগা প্রেমের গান। গানটির বিষয়,শব্দ, বাক্য, উপমা সবকিছুতে প্রেম মিশে আছে। গানটার সুর শুনেছি, বেশ আরামদায়ক মনে হলো। বন্ধু লুৎফর হাসান নিজেও অসাধারণ গীতিকবি। তার জন্য গান লেখা একটু কঠিন। সে জন্যই হয় তো দুজনের একসঙ্গে ফিরতে এতো বিলম্ব হয়েছে! তবে এই কঠিন বিষয়গুলো করতে আমার ভালোলাগে। এই গানটি সবার হোক।’
অন্যদিকে লুৎফর হাসান বলেন, ‘বন্ধু বলে বলছি না, বরাবরই জাহিদের লেখার প্রতি আমার দুর্বলতা কাজ করে। উপমায় সাজানো ওর প্রেমময় কথাগুলো সত্যিই আলাদা। আবার ওর কথায় সুর বসালাম, কণ্ঠে নিলাম; এটা তৃপ্তির বিষয়। গানটি শুনে আশা করছি শ্রোতারাও তৃপ্ত হবেন।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদ আয়োজনে ‘আকাশ হয়ে যাই’ গানটির ভিডিও প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।
বলা দরকার, জাহিদ আকবর ও লুৎফর হাসান সবশেষ একসঙ্গে কাজ করেছিলেন ২০০৯ সালে সালমার একক অ্যালবামে। তার আগে দুই বন্ধু একসঙ্গে কাজ করেছিলেন ফাহমিদা নবীর এককসহ বেশ কিছু মিশ্র অ্যালবামে।