X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

গাজায় শিশুহত্যা নিয়ে নাহিদের গান

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ১৪:৪৫আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৬:২১

আমি ফুল... গাজার মাটিতে, বোমার আঘাতে, নিষ্পাপ ঝরে যাওয়া ফুল...। এমন দরদিয়া শব্দগুলো কান্নার সুরে ভেসে উঠেছে সংগীতশিল্পী নাহিদ হাসানের কণ্ঠে। অথচ গানটি শুনে, যে কারও মনে হতেই পরে, এটি দূর গাজা থেকে ভেসে আসা সত্যিকারের কোনও ঝরে পড়া শিশুর আত্মাধ্বনি।

গাজায় চলমান বোমাহামলা আর মানুষ হত্যার নির্মমতা নিয়ে এই গানটি বেঁধেছেন শিল্পী। নাম দিয়েছেন ‘আমি ফুল’। যেন গাজায় সদ্য মৃত কোনও ফুলসম শিশুর আফসোসের বয়ান উঠে এসেছে নাহিদ হাসানের কণ্ঠ-সুরে। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। এটির ভিডিওটি সাজানো হয়েছে গাজার ধ্বংসাবশেষ দিয়ে।

২২ মার্চ গানচিত্রটি উন্মুক্ত হয়েছে সু-গান নামের ইউটিউব চ্যানেলে। মিলছে শ্রোতা-সমালোচক প্রশংসা।

গানটি তৈরি প্রসঙ্গে নাহিদ হাসানের প্রতিক্রিয়া এমন, ‘গাজায় যা চলছে, সেটি তো আর সরাসরি দেখার সুযোগ নেই। তবে যেটুকু দেখতে পাই খবরে ও সোশ্যালে, সেটুকুতেই ভেবে পাই না; এ কোন বিশ্বে আমরা আছি। যে শিশুটা এই মুহূর্তে মারা গেলো, তার দায় আসলে কতটুকু? সে তো নিষ্পাপ একটা ফুলই ছিলো। এই প্রশ্নগুলো অথবা দুঃখগুলো আমাকে তাড়িয়ে বেড়াতো। সেখান থেকেই গানটি করা।’

একটি দেশাত্মবোধক গান দিয়ে ২০১৬ সালে গানের জগতে পা রাখেন নাহিদ হাসান। তবে বড় পরিসরে, একক গান দিয়ে তার অভিষেক হয় ২০১৯ সালে ‘তোমার পিছু ছাড়বো না’ গান দিয়ে। যেটা দুই বাংলায় বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

সেই শ্রোতাপ্রিয়তার স্রোতে গা ভাসাননি নাহিদ। বরং গান নিয়ে নিজের একান্ত ভাবনা ও দর্শন তুলে আনায় ব্রত রেখেছেন নিজেকে। তাই পরবর্তীতে নাহিদ গান করেছেন বিভিন্ন কবিতা থেকে। সুর দিয়েছেন নিজের লেখা গানে। সেসব গান থেকে বাছাই করে ৭টি গান নিয়ে একক অ্যালবাম সাজালেন নাহিদ। যেটার নাম দিয়েছেন ‘পরিচয় নেই’। এর সবগুলো গানের কথা-সুর নাহিদের। এই অ্যালবামের ‘ঘৃণা থাকুক’ গানটিও বেশ প্রশংসা কুড়ায়। সেখান থেকেই এবার প্রকাশ হলো ‘ফুল’ গানটি। 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা