দীর্ঘদিন নতুন গানে নেই সুকণ্ঠী আর্নিক। এমন অনুযোগের বিপরীতে নতুন আবদার নিয়ে হাজির গায়িকা! বললেন, ‘চল করিনা টিকটক’।
তবে, পরে জানা গেলো টিকটক করার আবদার জানালেও এটি মূলত তার নতুন গানের গল্প। যার মাধ্যমে প্রায় ৮ বছর পর ঈদের উপহার নিয়ে হাজির হচ্ছেন আর্নিক। গানের নাম ‘চল করিনা টিকটক’। আদিব কবিরের সুরে, কাশতান হাবিবের কথায়, ২৮ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে প্রকাশ হচ্ছে এটি।
গানটিতে আরও আছেন এ সময়ের আলোচিত র্যাপার রিজান। টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পপ ধাঁচের এ গানটির ভিডিও চিত্রায়নে মডেল হয়েছেন টিকটক তারকা আনফি সিনহা। নির্মাণ করেছেন সোহেল রাজ।
গানে ফেরা প্রসঙ্গে আর্নিক বলেন, ‘এমন একটি জমজমাট গান দিয়ে ফিরবো বলেই অপেক্ষা করছিলাম। অবশেষে সেটি হচ্ছে, তাও আবার ঈদ উৎসবে। এটা খুবই ভালোলাগার বিষয়। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’